ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘স্বীকৃতি ধরে রাখতে টানতে হবে দুর্নীতির লাগাম’

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হওয়ার যোগ্যতার যে স্বীকৃতি জাতিসংঘ দিয়েছে এই উন্নয়নের ধারা ধরে রাখতে হলে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা এই অর্জন ধরে রাখতে চাইলে আমাদেরকে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এর লাগাম টেনে ধরতে না পারলে আরও ছয় বা নয় বছর অপেক্ষা করতে হবে। তাই উন্নয়নশীল দেশের স্বীকৃতির জন্য আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে এখনই শক্ত অবস্থানে যেতে হবে।’

সোমবার সকালে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮’ এর উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্য ধরে সোমবার শুরু হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।

দুদক চেয়ারম্যান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে ভৌগলিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে গর্ব করলেও অর্থনৈতিক ও সামাজিক মুক্তিসহ আনুসাঙ্গিক বিষয়ে প্রশ্ন রাখেন ইকবাল মাহমুদ। বলেন, ‘আমরা হয়ত সেই রাজনৈতিক বা ভৌগলিক মুক্তিটা পেয়েছি, কিন্তু আমরা কি অর্থনৈতিক, সামাজিক মুক্তি, কুসংস্কারের বিরুদ্ধে মুক্তি, সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে মুক্তি পেয়েছি? এটা একটি বড় প্রশ্ন।’

‘যদিও আমরা গর্বের সঙ্গে বলতে পারি, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা দেখেছেন, আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলেও এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

দুর্নীতিবাজরা ধুর্ত, শক্তিশালী ও প্রভাবশালী। দেশের মানুষ একত্রিত হয়ে দুর্নীতি দমনে সোচ্চার না হলে দুদকের একার পক্ষে দুর্নীতি দমন অসম্ভব হয়ে যাবে বলে মনে করেন সংস্থাটির প্রধান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘কমিশনের এক হাজার ৭৩ জন লোক নিয়ে ১৬ কোটি মানুষের দেশকে দুর্নীতিমুক্ত ও দুর্নীতি প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে। আর এটি কেউ আশা করলে ভুল হবে। কারণ সবাই আমরা একযোগে একসাথে একটি লক্ষ্য নিয়ে কাজ না করতে পারলে সম্ভবত দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে না।’

‘আমাদের দেখায় যারা দুর্নীতিবাজ তারা অনেক বেশি ধুর্ত, শক্তিশালী এবং তারা অনেক প্রভাবশালীও বটে। এদেরকে ধরা শুধু একটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না।’

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহর কর্মসূচি

২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী সর্ব-সাধারণের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তৃণমূল পর্যায়ে দেশের প্রতিটি জেলা, উপজেলা, নগর ও মহানগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে।

২৬ মার্চ সোমবার সকাল ৮টায় কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্থাটির প্রধান। প্রথমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপরই কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন দুদক প্রধান।

২৭ মার্চ, মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক, রচনা, পোস্টার অংকন ও কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবে দুদক। অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সায়ীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২৮ মার্চ, বুধবার সকাল ১০টা কমিশনের সবস্তরের কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ সর্বস্তরের সম্মানিত নাগরিকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবে সংস্থাটি। একই দিন বিকাল ৩টায় দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের ভিত্তিতে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ বিজয়ী সাংবাদিকদের পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।

২৯ মার্চ বৃহস্পতিবার রয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

৩০ মার্চ, শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদের খতিব জুমার নামাজের আলোচনায় দুর্নীতিবিরোধী বক্তব্য দেবেন।
৩১ মার্চ, শনিবার কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সততা সংঘ’ এর সদস্যদের নিয়ে সমাবেশ ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সততা সংঘের সদস্যদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করাবেন এবং তরুণ প্রজন্মের সদস্যদের মাঝে বক্তব্য দেবেন।

১ এপ্রিল, রবিবার কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থাপনা দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক’ শীর্ষক সেমিনার হবে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘স্বীকৃতি ধরে রাখতে টানতে হবে দুর্নীতির লাগাম’

আপডেট সময় ০৫:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হওয়ার যোগ্যতার যে স্বীকৃতি জাতিসংঘ দিয়েছে এই উন্নয়নের ধারা ধরে রাখতে হলে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে হবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা এই অর্জন ধরে রাখতে চাইলে আমাদেরকে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এর লাগাম টেনে ধরতে না পারলে আরও ছয় বা নয় বছর অপেক্ষা করতে হবে। তাই উন্নয়নশীল দেশের স্বীকৃতির জন্য আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে এখনই শক্ত অবস্থানে যেতে হবে।’

সোমবার সকালে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮’ এর উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্য ধরে সোমবার শুরু হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ।

দুদক চেয়ারম্যান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে ভৌগলিকভাবে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে গর্ব করলেও অর্থনৈতিক ও সামাজিক মুক্তিসহ আনুসাঙ্গিক বিষয়ে প্রশ্ন রাখেন ইকবাল মাহমুদ। বলেন, ‘আমরা হয়ত সেই রাজনৈতিক বা ভৌগলিক মুক্তিটা পেয়েছি, কিন্তু আমরা কি অর্থনৈতিক, সামাজিক মুক্তি, কুসংস্কারের বিরুদ্ধে মুক্তি, সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে মুক্তি পেয়েছি? এটা একটি বড় প্রশ্ন।’

‘যদিও আমরা গর্বের সঙ্গে বলতে পারি, অর্থনৈতিকভাবে আমরা এগিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা দেখেছেন, আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলেও এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

দুর্নীতিবাজরা ধুর্ত, শক্তিশালী ও প্রভাবশালী। দেশের মানুষ একত্রিত হয়ে দুর্নীতি দমনে সোচ্চার না হলে দুদকের একার পক্ষে দুর্নীতি দমন অসম্ভব হয়ে যাবে বলে মনে করেন সংস্থাটির প্রধান।

দুদক চেয়ারম্যান বলেন, ‘কমিশনের এক হাজার ৭৩ জন লোক নিয়ে ১৬ কোটি মানুষের দেশকে দুর্নীতিমুক্ত ও দুর্নীতি প্রতিরোধ করা অসম্ভব হয়ে পড়বে। আর এটি কেউ আশা করলে ভুল হবে। কারণ সবাই আমরা একযোগে একসাথে একটি লক্ষ্য নিয়ে কাজ না করতে পারলে সম্ভবত দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে না।’

‘আমাদের দেখায় যারা দুর্নীতিবাজ তারা অনেক বেশি ধুর্ত, শক্তিশালী এবং তারা অনেক প্রভাবশালীও বটে। এদেরকে ধরা শুধু একটি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব না।’

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহর কর্মসূচি

২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী সর্ব-সাধারণের জন্য সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। একই সঙ্গে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তৃণমূল পর্যায়ে দেশের প্রতিটি জেলা, উপজেলা, নগর ও মহানগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে।

২৬ মার্চ সোমবার সকাল ৮টায় কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্থাটির প্রধান। প্রথমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করা হয়। এরপরই কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন দুদক প্রধান।

২৭ মার্চ, মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটরিয়ামে দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক, রচনা, পোস্টার অংকন ও কার্টুন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবে দুদক। অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ্ আবু সায়ীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

২৮ মার্চ, বুধবার সকাল ১০টা কমিশনের সবস্তরের কর্মকর্তা-কর্মচারী, দুদকের প্যানেল আইনজীবী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ সর্বস্তরের সম্মানিত নাগরিকদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবে সংস্থাটি। একই দিন বিকাল ৩টায় দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিবেদনের ভিত্তিতে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ বিজয়ী সাংবাদিকদের পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান।

২৯ মার্চ বৃহস্পতিবার রয়েছে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যেখানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

৩০ মার্চ, শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদের খতিব জুমার নামাজের আলোচনায় দুর্নীতিবিরোধী বক্তব্য দেবেন।
৩১ মার্চ, শনিবার কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘সততা সংঘ’ এর সদস্যদের নিয়ে সমাবেশ ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সততা সংঘের সদস্যদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করাবেন এবং তরুণ প্রজন্মের সদস্যদের মাঝে বক্তব্য দেবেন।

১ এপ্রিল, রবিবার কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থাপনা দুর্নীতি দমন ও প্রতিরোধের প্রধান নিয়ামক’ শীর্ষক সেমিনার হবে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি থাকবেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।