অাকাশ জাতীয় ডেস্ক:
মুক্তিযোদ্ধাদের অপমানিত করায় বিএনপি নেত্রী খালেদা জিয়া আজ জনধিকৃত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জিয়া, এরশাদ ও খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের দুস্থ, ভিখারি ও অসহায় বানানোর চেষ্টা করেছেন। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের স্বাধীন দেশের মন্ত্রী বানিয়ে মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের অপমানিত করায় তারা আজ দেশে ধিকৃত। মুক্তিযোদ্ধাদের যারা অপমানিত করেছে, বাংলাদেশের মানুষ তাদের গ্রহণ করবে না।’
দিনাজপুরের বিরলে মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার দুপুরে বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
খালিদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানে সবকিছু করে যাচ্ছেন। এই দেশে আর কেউ মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করতে পারবে না।’
উন্নয়নশীল রাষ্ট্রের চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ চ্যালেঞ্জ মোকাবিলায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের কোনো বিকল্প নেই। আপনারা যদি পাশে থাকেন, প্রধানমন্ত্রী এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়তি সাহস ও মনোবল পাবেন।’
মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে যে সোনার বাংলার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে চলছেন। কাঙ্ক্ষিত স্বাধীনতাকে রক্ষা করতে, ভবিষ্যৎ পথচলায় মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের আরও জোরালো সমর্থন দিতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম অরু, বীরবিক্রম আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর।
আকাশ নিউজ ডেস্ক 






















