ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘মুক্তিযুদ্ধের চেতনা আজও বাস্তবায়িত হয়নি’

অাকাশ জাতীয় ডেস্ক:

আজও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি এমন মন্তব্য করে ভাষা সৈনিক আব্দুল মতিনের স্ত্রী কমরেড মনিকা মতিন বলেছেন, ‘সমাজে রয়ে গেছে বৈষম্য-বঞ্চনা, বিরাজ করছে রাজনৈতিক প্রতিহিংসা। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।

রবিবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ২৫ মার্চ কালো অধ্যায় তথা গণহত্যা দিবস স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিকা মতিন বলেন, ‘একদিনে হঠাৎ করেই বাংলাদেশ স্বাধীন হয়ে যায় নাই। বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন মজলুম জননেতা মওলানা ভাসানী। আর দেশের মানুষকে তৈরি করেছেন রাজনৈতিক নেতৃত্ব। ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা। যারা এই বাংলাদেশ অর্জনে অংশ নিয়েছেন তাদের সকলকেই স্বীকৃতি দেয়া উচিত।’

এসময় নেতৃবৃন্দ মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যার শিকার ও স্বাধীনতা সংগ্রামে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘হুট করেই বাংলাদেশ স্বাধীন হয়নি, মুক্তিযুদ্ধ হুট করে শুরু হয়নি। বাংলার জনগণকে মুক্তির স্বপ্ন দেখিয়ে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিলেন মওলানা ভাসানী। ১৯৭১ সালের ৭ মার্চের পর ৯মার্চ মওলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছিলেন। সেই সময় ২৩ মার্চ পাকিস্তান দিবসে পল্টনে মওলানা ভাসানীর পক্ষে তৎকালীন ন্যাপ সাধারণ সম্পাদক মশিউর রহমান যাদু মিয়া পল্টন ময়দানে দলের পক্ষ থেকে স্বাধীনতার দাবী তুলে ধরেন এবং পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলেন। আজ ইতিহাস থেকে সেই ঘটনাটিও মুছে ফেলা হয়েছে। শুধু আওয়ামী বিরোধী হবার কারণে ইতিহাস থেকে অনেক কিছুই মুছে ফেলার চেষ্টা চলছে। যা কখনোই শুভ লক্ষণ নয়।’

দলের ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন লেবার পার্টি (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূইয়া, মহানগর যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম. এন. শাওন সাদেকী, ছাত্র মিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মুক্তিযুদ্ধের চেতনা আজও বাস্তবায়িত হয়নি’

আপডেট সময় ০৮:২৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আজও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি এমন মন্তব্য করে ভাষা সৈনিক আব্দুল মতিনের স্ত্রী কমরেড মনিকা মতিন বলেছেন, ‘সমাজে রয়ে গেছে বৈষম্য-বঞ্চনা, বিরাজ করছে রাজনৈতিক প্রতিহিংসা। পরাধীনতার শৃঙ্খল ভাঙতে একাত্তরে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি।

রবিবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ২৫ মার্চ কালো অধ্যায় তথা গণহত্যা দিবস স্মরণে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিকা মতিন বলেন, ‘একদিনে হঠাৎ করেই বাংলাদেশ স্বাধীন হয়ে যায় নাই। বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন মজলুম জননেতা মওলানা ভাসানী। আর দেশের মানুষকে তৈরি করেছেন রাজনৈতিক নেতৃত্ব। ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা। যারা এই বাংলাদেশ অর্জনে অংশ নিয়েছেন তাদের সকলকেই স্বীকৃতি দেয়া উচিত।’

এসময় নেতৃবৃন্দ মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যার শিকার ও স্বাধীনতা সংগ্রামে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘হুট করেই বাংলাদেশ স্বাধীন হয়নি, মুক্তিযুদ্ধ হুট করে শুরু হয়নি। বাংলার জনগণকে মুক্তির স্বপ্ন দেখিয়ে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছিলেন মওলানা ভাসানী। ১৯৭১ সালের ৭ মার্চের পর ৯মার্চ মওলানা ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সমর্থন দিয়েছিলেন। সেই সময় ২৩ মার্চ পাকিস্তান দিবসে পল্টনে মওলানা ভাসানীর পক্ষে তৎকালীন ন্যাপ সাধারণ সম্পাদক মশিউর রহমান যাদু মিয়া পল্টন ময়দানে দলের পক্ষ থেকে স্বাধীনতার দাবী তুলে ধরেন এবং পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলেন। আজ ইতিহাস থেকে সেই ঘটনাটিও মুছে ফেলা হয়েছে। শুধু আওয়ামী বিরোধী হবার কারণে ইতিহাস থেকে অনেক কিছুই মুছে ফেলার চেষ্টা চলছে। যা কখনোই শুভ লক্ষণ নয়।’

দলের ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন লেবার পার্টি (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূইয়া, মহানগর যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এম. এন. শাওন সাদেকী, ছাত্র মিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ প্রমুখ।