অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ প্রথমবারের মতো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উতরণের যোগ্যতা অর্জন করায় সাভারে শিল্প পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত। এতে অংশ নেন সাধারণ জনতাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
রবিবার সকালে এ উপলক্ষে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে ও বাদ্যযন্ত্রের তালে তালে র্যালি নিয়ে স্লোগান দেন তারা। পরে শিল্প পুলিশের আয়োজনে উন্নয়নশীল দেশের ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সাভার অঞ্চলের সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতারা। সভায় প্রধান বক্তা হিসেবে আশুলিয়া শিল্প পুলিশের উপ-পরিচালক ও পুলিশ সুপার সানা শামীনুর রহমান শামীমসহ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাউছার আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
আকাশ নিউজ ডেস্ক 
























