অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরুকে বহনকারী পাজেরো জিপ দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি সামান্য আঘাত পান। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ জানায়। আবদুল মতিন খসরুর গাড়িচালক বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছেন।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী বাস ও পিকআপ ভ্যানের চালকদ্বয়কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মীরপাড়া গ্রামের শামীম মিয়ার ছেলে সাব্বির (২০) ও কুমিল্লার ভুইয়াপাড়া এলাকার তারা মিয়ার ছেলে রমিজ (২২)।
সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দিক থেকে আসা আকাশ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যান আবদুল মতিন খসরুর গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় ও আবদুল মতিন খসরু সামান্য আঘাত পান।
আকাশ নিউজ ডেস্ক 



















