আকাশ বিনোদন ডেস্ক:
৩১তম জন্মদিনে ৩১টি গাছ লাগালেন বলিউড তারকা কঙ্গনা রানৌত। জন্মদিন স্মরণীয় করে রাখতে এই গাছ গুলো রোপন করেন তিনি। মানালিতে নিজের বাড়িতে এমনভাবে জন্মদিন উদযাপন করে বিশ্বকে সবুজ করার বার্তা দিলেন কঙ্গনা।
২৩ মার্চ শুক্রবার ছিল কঙ্গনার ৩১তম জন্মদিন। আর জন্মদিনে বৃক্ষ রোপন করে আবারো আলোচনায় বলিউড তারকা। তার এই বৃক্ষরোপণের ছবি সোশ্যাল সাইট টুইটারে পোস্ট করেন তার বোন রঙ্গোলি। এরপর থেকেই ধন্য ধন্য পড়ে গেছে।
সবাই বলছেন, বেশিরভাগ তারকা যেখানে জন্মদিন উদযাপনে প্রচুর অর্থ ব্যয় করেন, সেখানে অল্প অর্থ ব্যয় করে কঙ্গনা যা করলেন; তার মূল্য টাকার অংকে বিচার করা যায় না। গাছ মানুষের বড় বন্ধু। পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। বলিউড সুপারস্টারের এই কাজ আবারও যেন মনে করিয়ে দিলে চিরন্তন এই সত্য কথাকে।
আকাশ নিউজ ডেস্ক 






















