অাকাশ জাতীয় ডেস্ক:
৭৫-এর খুুনি এবং তাদের দোসররা এখনো বাংলাদেশে সক্রিয়। যারা ৭৫-এ বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়েছিল, তাদের ধারক-বাহক রাজাকার, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াত এখনও চক্রান্তে করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের পায়তারা চলছে। এদেশে আর কোনদিন রাজাকার সমর্থিত এবং সামরিক সরকার ক্ষমতায় না আসে তবেই বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেন। এ সময় জেলা প্রশাসক জহির রায়হানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি মিরপুর উপজেলার বহলবাড়িয়া ও খাদিমপুরে দুটি নতুন রাস্তার উদ্বোধন করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















