অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের পর্যটন স্পট হিমছড়িতে টমটম চালক জহিরুল আলমকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলমের আদালত এ আদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রামুর চেইন্দার ছৈয়দুল আমিন, টেকনাফের সিলবনিয়াপাড়ার মো. রফিক, টেকনাফের পল্লানপাড়ার এনাম উদ্দিন রুবেল, চকরিয়া উপজেলার বদরখালীর শাহ নেওয়াজ ও টেকনাফের লম্বরীপাড়ার শফিকুল ইসলাম। এদের মধ্যে শাহ নেওয়াজ ও শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর জানান, ২০১৩ সালের ১ জানুয়ারি হিমছড়িতে টমটম চালক জহিরুল আলমকে ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রামু থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেন। দীর্ঘদিন মামলা পরিচালনার পর বিচার শেষে মঙ্গলবার আদালত ওই মামলায় রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
আকাশ নিউজ ডেস্ক 

























