অাকাশ ইতিহাস ডেস্ক:
আজ শনিবার ১৭ মার্চ ২০১৮ সাল
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
১৭ মার্চ, ২০১৮, শনিবার। ২রা চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন
স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯২০ সালের এইদিনে বঙ্গবন্ধু জন্ম গ্রহণ করেন।
১৩৭৩ বছর আগে অর্থাৎ ৬৩৬ সালের এ দিনে রোমানদের পরাজয়ের পর মুসলমানরা বায়তুল মোকাদ্দাস জয় করে। ইসলামের আবির্ভাবের পর যখন মুসলমানরা বিকাশ লাভ করে তখন লোহিত সাগরের উত্তরে মুসলমানদের সংগে রোমানদের প্রথম যুদ্ধ হয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর আ: এর মুসলিম সেনারা রোমানদের পরাজিত করে দক্ষিণ ফিলিস্তিন মুক্ত করে। এই পরাজয়ের পর রোমান সম্রাট বিশাল এক সেনা বহর পাঠায় ফিলিস্তিনে। তখন ফিলিস্তিনে যে তীব্র যুদ্ধ সংঘটিত হয় তাতেও রোমানরা মারাত্মকভাবে পরাজিত হয়। ঐ যুদ্ধে রোমান সেনা কমান্ডার নিহত হয়। সে সময় দামেস্ক মুসলমানদের অধিকারে আসে ।এরপর থেকে ফিলিস্তিন এবং সিরিয়া বা শ্যামে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়। তখন বনি আব্বাসের শাসনকালের কিছুটা সময় তাদের শাসনের কেন্দ্র ছিল বাগদাদ। কিন্তু মিশরে ফাতেমীয়দের শাসনকালে ফিলিস্তিনও তাদের শাসনের অন্তর্ভুক্ত হয় ।
১০৯৭ সাল থেকে খৃষ্টানরা বায়তুল মোকাদ্দাস দখলের জন্য ক্রুসেডের যুদ্ধ শুরু করে। বেশ কয়েকবার সেখানে তীব্র যুদ্ধ হয় পাল্টাপাল্টি দখলের পর অবশেষে ১২৫০ সালে মুসলিম সেনাপতি সালাহউদ্দীন আইয়ুব বায়তুল মোকাদ্দাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর পর থেকে বায়তুল মোকাদ্দাস মুসলমানদের নিয়ন্ত্রণে থাকে। প্রথম বিশ্ব যুদ্ধের সময় গোটা ফিলিস্তিন ব্রিটিশ সেনারা দখল করে নেয় এবং ১৯৪৮ সাল থেকে ইসরাইলীরা ফিলিস্তিন জবর দখল করে সেখানে তাদের শাসন প্রতিষ্ঠা করে। অথচ ফিলিস্তিন ভূখন্ডের প্রকৃত মালিক ছিল এখানকার মুসলিম জনগোষ্ঠী। তারা দখলদার ইহুদীবাদী ইসরাইলের কাছ থেকে নিজ ভূখন্ড পুনরুদ্ধারে অব্যাহতভাবে যুদ্ধ করে যাচ্ছে ।
১৯৪৮ সালের এ দিনে বৃটেন, ফ্রান্স,বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রুাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। ব্রাসেলসসে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কারণে তা ব্রাসেলস চুক্তি নামে পরিচিত। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো অভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং অর্থনৈতিক ও সাস্কৃতিক সম্পর্ক বিস্তারের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ হয়। পরবর্তীতে ব্রাসেলস চুক্তি ন্যাটোর সামরিক জোট গঠনে ভূমিকা রাখে। ব্রাসেলস চুক্তির কয়েক মাস পর সদস্য দেশগুলোসহ কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওয়াশিংটনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়াশিংটন বৈঠকের পর ১৯৪৯ সালে ব্রাসেলস চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোসহ আরো কয়েকটি দেশ মিলে ন্যাটো চুক্তি স্বাক্ষরিত হয় ।
১৩৫৮ হিজরীর এ দিনে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মির্জা হাসান আলীলরি ৯২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি উত্তর পশ্চিম ইরানের তাবরীজের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। মীর্জা হাসান লরি তরুণ বয়সে গণিত শাস্ত্র, যুক্তিবিদ্যায় শিক্ষা গ্রহণ করেন এর পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রাথমিক ধাপ তিনি তার বাবার সান্নিধ্যে অর্জন করেন। এরপর তিনি উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জনের জন্যে ইরাকের নাজাফে যান। সেখানে তিনি বিখ্যাত আলেম আয়াতুল্লাহ মীর্জা আবুল কাসেম হায়রী এবং আয়াতুল্লাহ ফযেল শারবিয়ানির সান্নিধ্যে শিক্ষা অর্জন করেন। তার লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে – সেরাতুল নেজাহ ও জমে আস সাদাহ ।
- ১৯৯৪ খৃষ্টাব্দে এল সালভাদরে গৃহযুদ্ধের খবর সংগ্রহ কালে ৪ জন ডাচ সংবাদিক নিহত হয়।
- ১৯৯৪ সালে মিশরে ৯ জন ইসলমাপন্থীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
- ২০০৪ সালের এ দিনে কসোভোতে সার্ব ও আলবেনীয়দের জাতীগত দাঙ্গায় ২২ জন নিহত এবং ৫০০ জন আহত হয়।
- বাংলার তাত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাতিদের হাতের আঙুল কর্তন শুরু (১৭৬৯)
- ফিলিপিনস রাষ্ট্রপতি রামন ম্যাগসেসের মৃত্যু (১৯৫৭)
- ইংল্যান্ডের ইয়র্কে ৫ শতাধিক ইহুদীকে গণহত্যা (১৯৯০)
- নমপেনে প্রেসিডেন্ট প্রাসাদে বোমাবর্ষণ। প্রেসিডেন্ট লন প্রাণে বাচলেও ২০ জন নিহত (১৯৭৩)
- দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ অবসানের জন্য শ্বেতাঙ্গ ভোটাররা সংস্কারের পক্ষে গণভোট দেয় (১৯৯২)
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত । ২০০২ সালের শীতকালীন খেলার জন্য বিজয়ী দরদাতাদের কাছ থেকে নগদ অর্থ ও অন্যান্য উপহার গ্রহণের অভিযোগে ৬ সদস্যকে বহিষ্কার (১৯৯৯)
- উগান্ডায় গীর্জায় অগ্নিকান্ডে ৫৩০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত। পরবতীতে আরো ৩৯৪ টি মৃতদেহ উদ্ধার (২০০০)
- চীনে বোমা বিস্ফোরণে ৪ টি হোটেল বিধ্বস্ত । নিহত ১০৮ জন (২০০১)
আকাশ নিউজ ডেস্ক 



















