অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরব হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানকে যদি পারমানবিক বোমা তৈরির সুযোগ দেয় বিশ্ব তবে তারাও একই কাজ করবে। গতকাল বৃহস্পতিবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সৌদি আরবের পারমানবিক বোমায় শক্তিধর হবার আগ্রহ নেই। কিন্তু তেহরানকে ছাড় দিলে তাদেরও সেই ছাড় পাবার অধিকার আছে।
উল্লেখ্য, সৌদির সঙ্গে ইরানের দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘ সময় ধরে। ইরান সব সময় বলে আসছে তাদের পারমানবিক কর্মসূচি কেবলমাত্র বেসামরিক কাজে ব্যবহার হবে। তারপরেও বিশ্বের কঠোর নজরদারিতে আছে দেশটি যাতে পারমানবিক বোমা তৈরি করতে না পারে।
আকাশ নিউজ ডেস্ক 

























