আকাশ বিনোদন ডেস্ক:
বলিউডের সদ্য প্রয়াত অভেনেত্রী শ্রীদেবীর মৃত্যু ছিল অনাকাঙ্ক্ষিত। তার মৃত্যুর পর শোকে ভেসেছে ভারত। প্রিয় এই তারকাকে হারিয়ে শোকে স্তব্ধ সারা ভারতবর্ষ। ভক্ত ও দর্শকরা মনে করেন শ্রীদেবীর এই শূন্যতা কখনও পূরণের নয়।
শ্রীদেবীকে নিয়ে অনেক কাজের পরিকল্পনাও ছিল বলিউড প্রযোজক ও পরিচালকদেরও। তাদের মধ্য বলিউড প্রযোজক করন জোহরের পরিকল্পনাটা ছিলো এগিয়ে।
তবে শ্রীদেবীর স্থান পূরণ করতে এবার মাধুরীকে বেছে নিয়েছেন প্রযোজক করন জোহর।
শ্রীদেবীকে নিয়েই তার পরবর্তী ছবি ‘সিদ্ধত’এর শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে সে শ্রীদেবীর মৃত্যুতে তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল। তবে প্রত্যাশার বাণী শুনিয়েছেন করন,বললেন শ্রীদেবীর চরিত্রটিতে কাজ করবেন আরেক বলিউড তারকা মাধুরী দীক্ষিত। ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে মাধুরীর সঙ্গে।
করন জোহররের এ ছবিটি পরিচালনা করবেন অভিষেক বর্মন। এছাড়াও ছবিটিতে আরও কাজ করছেন বরুন ধাওয়ান,আলিয়া ভাট ও সঞ্জয় দত্ত।
আকাশ নিউজ ডেস্ক 























