আকাশ বিনোদন ডেস্ক:
কলকাতায় জমকালো আয়োজনের মধ্যে শুরু হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘ভাইজান এলো রে’র শুটিং। সম্প্রতি সিনেমার টাইটেল গান দিয়ে যাত্রা করেছে ‘ভাইজান এলো রে’। এতে শাকিবের সঙ্গে আছেন পায়েল সরকার। আর তাদের সঙ্গ দিচ্ছেন শ’খানেক নৃত্যশিল্পী। এরই মধ্যে শুটিংয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে। অন্যরকম লুকে দেখা যাচ্ছে শাকিব খানকে।
সিনোমাটির যে স্থির ছবিগুলো প্রকাশ হয়েছে সেখানে শাকিবকে দেখা যায় ঝলমলে পোশাকে।
সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘শিকারি’ ও ‘নবাব’ করেছেন সুপারস্টার শাকিব। প্রযোজনায় আছে এসকে মুভিজ।
‘ভাইজার এলো রে’র মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী চ্যাটার্জি। আর এ ছবিতে বাংলাদেশের শাকিব খান দ্বৈত চরিত্রে দেখা যাবে।
সিনেমাটিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মনিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি প্রমুখ।
তামিল সিনেমা ‘বেদালাম’ এর কাহিনী অনুসরণ করে নির্মিত হচ্ছে ‘ভাইজান এলো রে’। এদিকে একই কাহিনী নিয়ে আরেকটি সিনেমা ‘সুলতান দ্য সেভিয়ার’এ অভিনয় করবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। সিনেমা জিৎ এর পাশাপাশি দেখা যাবে বাংলাদেশের আমান রেজা খানকে।
আকাশ নিউজ ডেস্ক 

























