আকাশ স্পোর্টস ডেস্ক:
নিদাহাস ট্রফিতে অংশ নিতে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। রবিবার ঢাকা ছাড়ার পূর্বে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন দলের দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
রুবেল হোসেন বলেন, ‘আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার উইকেট সুন্দর হবে ও বোলারদের জন্য চ্যালেঞ্জ হবে। আমাদের ভালো প্রস্তুতি নিয়ে মনোযোগ সহকারে বল করতে হবে।’
তাসকিন আহমেদ বলেন, ‘সুজন স্যার সর্বশেষ সিরিজে ছিলেন। তিনি ভুলগুলো আমাদের ধরিয়ে দিতে পারবেন। এবার ১২০ পারসেন্ট দিব। ম্যাচ জেতানোর চেষ্টা করব।’
আগামী ৬ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা-ভারত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ মার্চ, প্রতিপক্ষ ভারত। সিরিজে লিগ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। তারপর পয়েন্ট টেবিলে সেরা দুইটি দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।
আকাশ নিউজ ডেস্ক 

























