আকাশ স্পোর্টস ডেস্ক:
ব্যাট হাতে বোলারদের চোখের পানি, নাকের জল এক করে দিতে বিরাট কোহলির জুড়ি মেলাভার। নিজের শরীরে কারুকাজ করতে তেমনই সৃজনশীল তিনি। ভারতীয় অধিনায়কের ট্যাটুপ্রেম মোটামুটি সবারই জানা। মুম্বাইয়ের একটি ট্যাটু পার্লারে ফের দেখা মিলল সেই প্রেমের।
দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারিয়ে সম্প্রতি দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। শ্রীলংকায় তিনজাতি টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের অন্যরা প্রস্তুত হলেও বিশ্রামে রয়েছেন বিরাট। লাগাতার ক্রিকেটের পর এ ছুটিতে ফের শরীরে ট্যাটু প্রেমকে জাগ্রত করলেন তিনি।
শনিবার মুম্বাইয়ের এক নামজাদা পার্লারে কাঁধে নতুন ট্যাটু একেঁছেন বিরাট। রেকর্ড মাস্টারের সেই ট্যাটু করানোর ছবি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই পার্লারেরই এক কর্মী। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
সবশেষ খবর, দেশের ব্যাটিং মায়েস্ত্রার নতুন ট্যাটুর প্রেমে মজেছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।
আকাশ নিউজ ডেস্ক 























