ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক চমৎকার

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর ভ্রাতৃপ্রতিম দেশ দুটির সম্পর্ক আরও জোরদার হয়েছে।

সৌদি আরবে অনেক বাংলাদেশি কর্মরত আছেন। দেশটির উন্নয়নে তারা অবদান রাখছেন। সফররত সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ আবদুর রহমান গান্নাম আল গান্নাম একথা বলেছেন।

শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির ৩নং হলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত দাওয়াহ ও তাবলিগি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৌদি ধর্ম সচিব বলেন, আহলে হাদিস কোরআন ও সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত একটি দল। তারা খোলাফায়ে রাশেদিন, সাহাবি, তাবেঈ ও তাবে-তাবিঈদের আদর্শ অনুসরণ করে। তারাই সালফে সালেহীনদের মানহাযের ওপর প্রতিষ্ঠিত। তাবলিগের পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ (সা.) ও সাহাবিদের পদ্ধতিতে। অন্য সব পদ্ধতি বাতিল বলে গণ্য। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জমঈয়ত উপদষ্টো একেএম রহমতুল্লাহ এমপি। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক মোবারক আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সৌদি ধর্ম সচিব ছাড়াও অনুষ্ঠানে অন্য বিশেষ অতিথিরা হলেন- এফবিসিসিআইর সাবেক সভাপতি ও জমঈয়ত উপদষ্টো কাজী আকরাম উদ্দিন আহমদ, উপদষ্টো বিশষ্টি শিল্পপতি এমএ সবুর, সৌদি দূতাবাসের রিলিজিয়াস এটাশে শাইখ ফাহাদ আবদুল্লাহ আল গামেদী, সাবেক রিলিজিয়াস অ্যাটাশে শাইখ আহমদ বিন আলী আর রুমী ও প্রধান ধর্ম বিষয়ক কর্মকর্তা সাদ আল কাহতানী, জমিয়ত উপদষ্টো ও সাবেক সভাপতি প্রফেসর ইলিয়াস আলী ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ে কর্মরত আবদুর রহমান আত তুর্কি এবং ওয়ালীদ আল উতাইবী প্রমুখ।

প্রধান অতিথি একেএম রহমতুল্লাহ এমপি তার বক্তব্যে বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর সময় থেকে আহলে হাদিসের ধারাবাহিকতা শুরু। তারা কোরআন ও হাদিসের ওপর প্রতিষ্ঠিত। সমাপনী বক্তব্যে জমঈয়ত সভাপতি অধ্যাপক মোবারক আলী বলেন, দেশ যেমন উন্নয়নের ধারায় অগ্রসরমান, তেমনি দেশ এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও সোচ্চার। তাই রাষ্ট্রীয়ভাবে যেমন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, তেমনি কোরআন ও সহীহ সুন্নাহর দাওয়াত ও তাবলিগের মাধ্যমে সন্ত্রাস-জঙ্গিবাদ ইত্যাদি নির্মুল করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আযহার উদ-দীন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক চমৎকার

আপডেট সময় ০২:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর ভ্রাতৃপ্রতিম দেশ দুটির সম্পর্ক আরও জোরদার হয়েছে।

সৌদি আরবে অনেক বাংলাদেশি কর্মরত আছেন। দেশটির উন্নয়নে তারা অবদান রাখছেন। সফররত সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ আবদুর রহমান গান্নাম আল গান্নাম একথা বলেছেন।

শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির ৩নং হলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত দাওয়াহ ও তাবলিগি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৌদি ধর্ম সচিব বলেন, আহলে হাদিস কোরআন ও সুন্নাহর ওপর প্রতিষ্ঠিত একটি দল। তারা খোলাফায়ে রাশেদিন, সাহাবি, তাবেঈ ও তাবে-তাবিঈদের আদর্শ অনুসরণ করে। তারাই সালফে সালেহীনদের মানহাযের ওপর প্রতিষ্ঠিত। তাবলিগের পদ্ধতি হতে হবে রাসূলুল্লাহ (সা.) ও সাহাবিদের পদ্ধতিতে। অন্য সব পদ্ধতি বাতিল বলে গণ্য। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জমঈয়ত উপদষ্টো একেএম রহমতুল্লাহ এমপি। বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক মোবারক আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সৌদি ধর্ম সচিব ছাড়াও অনুষ্ঠানে অন্য বিশেষ অতিথিরা হলেন- এফবিসিসিআইর সাবেক সভাপতি ও জমঈয়ত উপদষ্টো কাজী আকরাম উদ্দিন আহমদ, উপদষ্টো বিশষ্টি শিল্পপতি এমএ সবুর, সৌদি দূতাবাসের রিলিজিয়াস এটাশে শাইখ ফাহাদ আবদুল্লাহ আল গামেদী, সাবেক রিলিজিয়াস অ্যাটাশে শাইখ আহমদ বিন আলী আর রুমী ও প্রধান ধর্ম বিষয়ক কর্মকর্তা সাদ আল কাহতানী, জমিয়ত উপদষ্টো ও সাবেক সভাপতি প্রফেসর ইলিয়াস আলী ও সৌদি ধর্ম মন্ত্রণালয়ে কর্মরত আবদুর রহমান আত তুর্কি এবং ওয়ালীদ আল উতাইবী প্রমুখ।

প্রধান অতিথি একেএম রহমতুল্লাহ এমপি তার বক্তব্যে বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর সময় থেকে আহলে হাদিসের ধারাবাহিকতা শুরু। তারা কোরআন ও হাদিসের ওপর প্রতিষ্ঠিত। সমাপনী বক্তব্যে জমঈয়ত সভাপতি অধ্যাপক মোবারক আলী বলেন, দেশ যেমন উন্নয়নের ধারায় অগ্রসরমান, তেমনি দেশ এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাও সোচ্চার। তাই রাষ্ট্রীয়ভাবে যেমন সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, তেমনি কোরআন ও সহীহ সুন্নাহর দাওয়াত ও তাবলিগের মাধ্যমে সন্ত্রাস-জঙ্গিবাদ ইত্যাদি নির্মুল করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আযহার উদ-দীন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।