অাকাশ জাতীয় ডেস্ক:
শাবিতে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুলের জ্ঞান ফিরেছে। হামলার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গণধোলাই দিলে সে জ্ঞান হারায়। পরে রাত ৯টার দিকে র্যাবের সহায়তায় তাকে ক্যাম্পাস থেকে উদ্ধার করে একটি বেসকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার জ্ঞান ফিরে বলে চিকিৎকরা জানিয়েছেন। শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার পর এই তরুণকে ধরে ফেলে উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। বেদম মারধরের পর তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ-র্যাব কর্মকর্তারা।
আকাশ নিউজ ডেস্ক 






















