অাকাশ জাতীয় ডেস্ক:
সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান আর নেই। শনিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কূটনীতিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে।
আশফাকুর রহমান ১৯৪৮ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) প্রশাসন ক্যাডারের ১৯৭০ ব্যাচের কর্মকর্তা ছিলেন।
স্বাধীনতার পর তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অধীনে কাজ করেন। তারপর তার চাকরি ফরেন সার্ভিসে ন্যস্ত করা হয়।
তিনি চীন ও জার্মানীতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন। এছাড়াও, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
অবসরের পর তিনি ছিলেন একজন বিশষ্টি কূটনৈতিক বিশ্লেষক। তার মেয়েরা বিদেশে থাকেন। তারা দেশে এলে সোমবার তার জানাজা ও দাফন হবে
আকাশ নিউজ ডেস্ক 






















