অাকাশ জাতীয় ডেস্ক:
ছুরিকাহত বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে দেখতে সিলেটে ওসমানী মেডিকেল হাসপাতালে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার রাত ৮টায় হাসপাতালে যান মন্ত্রী। এ সময় তিনি জাফর ইকবালের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এর আগে বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে অধ্যাপক জাফর ইকবালকে ছুরিকাঘাত করে এক যুবক। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরপরই শিক্ষার্থীরা হামলাকারীকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে তাকে আটক রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, স্যার মুক্তমঞ্চে বসেছিলেন। সামনে একটি রোবট প্রতিযোগিতা হচ্ছিল। হঠাৎ এক যুবক এসে স্যারের মাথার পেছনে ছুরি দিয়ে আঘাত করে।
আকাশ নিউজ ডেস্ক 























