অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শ্রীলংকার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্বাস্থ্যমন্ত্রীদের ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠান শুরু হয়েছে। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। শ্রীলংকার স্বাস্থ্য, পুষ্টি ও দেশী ওষুধ বিষয়ক মন্ত্রী ডা. রাজিথা সেনারত্ন ২৭ থেকে ২৯ জুলাই এ বৈঠকের শুভ সূচনা করেন। সার্কের মহাসচিব আমজাদ হোসেন বি. সায়াল দক্ষিণ এশিয়ার মানুষের স্বাস্থ্যের প্রতি উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
তিনি দারিদ্র মানুষের কাছে তাদের ক্ষমতার মধ্যে মৌলিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান। মহাসচিব দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা যাতে এ অঞ্চলে কম খরচে ওষুধ বিষয়ে লেখাপড়া করতে পারে তার জন্য একটি সাউথ এশিয়ান মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনেরও পরামর্শ দেন। ডা. সেনারত্নে বলেন, অসংক্রামক রোগ, অপুষ্টি ও যক্ষ্মা দক্ষিণ এশিয়ার মানুষের জন্য একটা বড় স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি এ ব্যাপারে ক্রমবর্ধমান অসংক্রামক রোগের বিস্তার রোধ করা এবং শিক্ষা ও ক্ষমতায়নে নারীর সার্বজনীন সুযোগের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয় তুলে ধরেন। স্বাস্থ্যমন্ত্রীরা প্রধান আঞ্চলিক স্বাস্থ্য ইস্যুসমূহের অগ্রগতি বিস্তার করার আহ্বান সম্বলিত ‘কলম্বো ঘোষণা’ অনুমোদন করেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীরা স্বাস্থ্যসেবা সুবিধার উন্নয়নে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়েও কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















