ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদার বিরুদ্ধে কুমিল্লায় নাশকতার মামলা চলতে বাধা নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলতে বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব নাথ।

বিশ্বজিৎ দেব নাথ বলেন, ‘২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় যাত্রিবাহী বাস আইকন পরিবহনে ভাঙচুর ও পেট্রোল দিয়ে সাত জন যাত্রীকে হত্যা ও প্রায় ২৫/২৬ জনকে আহত করা হয়। পরে প্রায় ৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ঘ) ধারায় কুমিল্লার দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে মোট ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে খালেদা জিয়াকে ৫১ তম আসামি করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযোগপত্র দাখিলের পর এ মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে ২০১৭ সালের ২৫ অক্টোবর বিচারিক আদালত চলমান মামলাটির ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদন করা হলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। এর ফলে কুমিল্লার বিচারিক আদালতে খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদার বিরুদ্ধে কুমিল্লায় নাশকতার মামলা চলতে বাধা নেই

আপডেট সময় ০৫:৫১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বিচারিক আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা চলতে বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেব নাথ।

বিশ্বজিৎ দেব নাথ বলেন, ‘২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় যাত্রিবাহী বাস আইকন পরিবহনে ভাঙচুর ও পেট্রোল দিয়ে সাত জন যাত্রীকে হত্যা ও প্রায় ২৫/২৬ জনকে আহত করা হয়। পরে প্রায় ৫৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫(ঘ) ধারায় কুমিল্লার দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এ মামলাটির কার্যক্রম শুরু হয়। এরপর ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আসামি করে মোট ৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে খালেদা জিয়াকে ৫১ তম আসামি করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযোগপত্র দাখিলের পর এ মামলা স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে ২০১৭ সালের ২৫ অক্টোবর বিচারিক আদালত চলমান মামলাটির ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদন করা হলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। এর ফলে কুমিল্লার বিচারিক আদালতে খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই।