আকাশ স্পোর্টস ডেস্ক:
নিদাহাস ট্রফি সামনে রেখে চলছে জাতীয় দলের ক্যাম্প। প্রিমিয়ার লিগের খেলা না থাকায় স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা যোগ দেন হেড কোচ কোর্টনি ওয়ালশের ক্যাম্পে।
এদিকে দায়িত্ব নেয়ার পর ওয়ালশ জানান, ঘরের মাঠে বাজে খেলার পর ঘুরে দাঁড়ানোটা চ্যালেঞ্জিং। তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা। একই সঙ্গে বোলারদের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দেন এই ক্যারিবিয়ান।
তিনি বলেন, ‘সম্প্রতি খেলা সিরিজে বোলাররা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তাদের নিয়ে আমাদের যা প্রত্যাশা ছিলো, তাও পূরণ হয়নি। তাই ক্যাম্পে বোলারদের নিয়ে আলাদাভাবে কাজ করছি। শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেটাররা সেরাটা দিয়ে খেলতে পারেনি। এখান থেকে ঘুরে দাঁড়ানোটাও বেশ চ্যালেঞ্জিং। তারপরও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা।’
আকাশ নিউজ ডেস্ক 

























