অাকাশ জাতীয় ডেস্ক:
আইনজীবীর ভুলের কারণে খালেদা জিয়া কারাগারে। অন্য মামলায় গ্রেফতারি তামিল করা হবে কিনা সেটা বিচার বিভাগের বিষয়। আজ মঙ্গলবার এমনই মন্তব্য করলেন আইনমন্ত্রী।
এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ১৩ মার্চ পর্যন্ত বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে ওইদিন তাকে সশরীরে আদালতে হাজিরের আবেদনের বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়।
কারাগারে থাকায় জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আদালতে হাজির করা যায়নি।
আইনমন্ত্রী গত ২৫ ফেব্রুয়ার একটি অনুষ্ঠানে বলেন- ‘ওনারা (বিএনপি নেতারা) কী বললেন, তাতে আমাদের কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে আমরা আইনের কোনো ব্যত্যয় ঘটাচ্ছি কি-না!’
আকাশ নিউজ ডেস্ক 























