আকাশ আইসিটি ডেস্ক:
সেলফি স্টিকের দিন শেষ হতে চললো বুঝি। কেননা, সেলফি স্টিকের মাধ্যমে তোলা সেলফিতে ওয়াইড অ্যাঙ্গেল কম পাওয়া যায়। ফলে গ্রুপ সেলফি তোলা কঠিন হয়ে পরে। পাশাপাশি ছবির ডেপথ অব ফিল্ডও কমে যায়। এই সমস্যার সমাধানে বাজারে এলো বিশেষ ধরনের সেলফি স্টিক। যেটি দেয়ালে লাগিয়ে সহজেই সেলফি কিংবা গ্রুপফি তোলা যাবে।
বিশেষ এই সেলফি স্টিকটি তৈরি করেছে আইসিওয়াইএমআই নামের একটি প্রতিষ্ঠান। এই স্টিকটিতে ক্যামেরা ঝুলিয়ে সহজেই সেলফি তোলা যাবে।
স্টিকটি দেয়ালে, গাছে, খুঁটিসহ যেকোনো কিছুতে লাগানো যাবে। এরপর হাতে থাকা ব্লুটুথ রিমোটে চাপ দিয়ে ছবি তোলা যাবে।
ডিভাইস খুবই ছোট। তাই সহজেই বহনযোগ্য। পকেটে অনায়াসেই ভরে রাখা যাবে এটি।
সেলফি স্টিকটির দাম মাত্র ১৪.৯৯ ডলার।
আকাশ নিউজ ডেস্ক 

























