অাকাশ জাতীয় ডেস্ক:
পুলিশের অনুমতি না পেয়ে রাজধানীতে বিএনপির সমাবেশ বাতিলের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন, সরকার কোনা সংগঠনের রাজনৈতিক অধিকারে বাধা দিচ্ছে না।
পেট্রলবোমায় মেরে জ্বালাও-পোড়াওয়ের মতো সহিংস ও ধ্বংসাত্মক কর্মসূচি থেকে সরে এসে সুষ্ঠু রাজনৈতিক আন্দোলন করলে বিএনপিকে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন মন্ত্রী। বলেন, ‘নিয়ম মেনে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করলে বিএনপির কোনো কর্মসূচিতেই বাধা দেয়া হবে না।’
শুক্রবার রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর ক্রীড়া পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে দাবা প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় শিশু কিশোর পরিষদ।
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিক্রিয়ায় দলটি রাজধানীতে মিছিল, মানববন্ধন, অবস্থান, অনশনের মতো কর্মসূচি নির্বিঘ্নেই পালন করেছে। তবে ২২ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েও সেই কর্মসূচি পালিত হয়নি পুলিশ অনুমতি না দেয়ায়। আর এর প্রতিক্রিয়ায় শনিবার কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি দিয়েছে দলটি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে বিএনপি তাদের রাজনীতি করে, তাহলে সরকারের সমস্যা নেই। সরকার কারও গণতান্ত্রিক অধিকার হরণ করতে চায় না।’
‘শুধু বিএনপি নয়, সরকার কোনো রাজনৈতিক সংগঠন বা নাগরিকের অধিকার ক্ষুন্ন করছে না। …একই সাথে গণতান্ত্রিক আন্দোলনে কোন দলকেই বাধা দেওয়া হচ্ছে না।’
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো নাশকতা তৈরির চেষ্টা হলে সরকারও কঠোর হবে বলে জানান মন্ত্রী। বলেন, ‘বিএনপি যদি ধ্বংসাত্মক রাজনীতি করে, মানুষ হত্যা করে, তাহলে নিরাপত্তা বাহিনীরা তাদের দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবে।’
বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে শিশুদের স্পষ্ট ধারণার দিতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। বলেন, শিশুরা বড় হয়ে যেন ভুল পথে না যায় সেদিকে অবিভাবকসহ সবাইকে বিশেষ নজর রাখতে হবে।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহবউদ্দিন শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 






















