অাকাশ জাতীয় ডেস্ক:
আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে বৃহস্পতিবার বিকালে নিহত বাবলির মা পারুল আক্তার বাদী হয়ে বাবলির বান্ধবী জয়া, তার মা ফাতেমা আক্তার সুমি ও বাবলির কথিত প্রেমিক হ্দয়কে আসামি করে মামলা করেছেন। এই মামলার পর পুলিশ বান্ধবী জয়ার মা ফাতেমা আক্তার সুমিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সুমি ঢাকার মিরপুর ১১ নম্বর এলাকার বাসিন্দা। বাবলির মোবাইল ফোনের কললিস্ট দেখে কথিত প্রেমিক জয়কে আসামি করা হয়েছে বলে মির্জাপুর থানা ওসি এ কে এম মিজানুল হক জানিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 























