আকাশ স্পোর্টস ডেস্ক:
আরো একটি সিরিজ খেলার সুখবর পেল বাংলাদেশ। সদ্য সমাপ্ত টি২০ সিরিজে বাজে ভাবে হেরে যায় টাইগারবাহিনী। এবার শ্রীলংকার স্বাধীনতা দিবসের ৭০ বছর উদযাপন উপলক্ষে কলম্বোর মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। আর সেই সিরিজের নাম দেয়া হয়েছে নিদাহাস ট্রফি। এই ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কার পাশাপাশি খেলবে বাংলাদেশ ও ভারত।
আপাতত বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে শ্রীলঙ্কা। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কাকে নিয়ে এ সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৮ মার্চ। তবে সেই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নতুন সূচিতে টুর্নামেন্টের পর্দা উঠবে দুই দিন আগে, ৬ মার্চ।
আকাশ নিউজ ডেস্ক 

























