অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর তেজগাঁওয়ে একটি মোটরসাইকেলে কার্ভাডভ্যানের ধাক্কায় সাজ্জাদ হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার দিনগত রাতে তেজগাঁওয়ের বিএসটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সাজ্জাদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে মোটরসাইকেলে সাজ্জাদ তেজগাঁও এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে বিএসটিআই মোড়ে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























