অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি শুরু থেকেই ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন ভাবে ইসলামকে ‘বেচা বিক্রি’ করে জানিয়ে দলটিকে পরিত্যাগ করতে ধর্মভিত্তিক দলগুলোকে আহ্বান জানিয়েছে মাজারপন্থীদের দল তরীকত ফেডারেশন। বলেছেন, আদালতের রায়ে বিএনপির শীর্ষ দুই নেতা দুর্নীতিবাজ প্রমাণ হওয়ার পরেও ইসলামী দলগুলো তাদের সঙ্গে জোটে থাকলে সেটা হবে কলঙ্কের।
বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে দলের কার্যালয়ে এক বৈঠক শেষে এই আহ্বান জানান তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী।
তরীকত ফেডারেশন ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক দল। তেমনি বিএনপিতেও ধর্মভিত্তিক বেশ কিছু দল রয়েছে। এসব দলের মধ্যে ইসলামী ঐক্যজোট ২০১৬ সালের শুরুর দিকে বিএনপির সঙ্গে সম্পর্ক ছেদ করেছে।
এখনও যেসব ধর্মভিত্তিক দল বিএনপির সঙ্গে জোট করে আছে, তাদেরকে জোট থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তরীকত নেতা বলেন, ‘ইসলাম কখনও দুর্নীতি সমর্থন করে না। তাহলে আপনারা কোন ইসলামী দল? বিএনপির চেয়ারপারসন দুর্নীতির মামলায় জেলে, আরেক নেতা (তারেক রহমান) দণ্ডপ্রাপ্ত আসামি।’
‘দণ্ডপ্রাপ্ত আসামিকে (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে, অথচ আপনারা এখনো সেই জোটে আছেন?’।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে গত ৮ ফেব্রুয়ারি। একই মামলায় তার বড় ছেলে তারেক রহমানের কারাদণ্ড হয়েছে ১০ বছরের। বিদেশে অর্থপাচারের অভিযোগে করা আরও একটি মামলায় তারেককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে উচ্চ আদালত। সেই সঙ্গে করা হয়েছে ২০ কোটি টাকা জরিমানা।
তবে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর যুক্তরাজ্যে অবস্থান করা তারেক রহমানকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে বিএনপি।
বিএনপির শরিক ধর্মভিত্তিক দলগুলোকে তরীকত নেতা বলেন, ‘সময় এসেছে আপনাদের চিন্তা করার। দুর্নীতির দায়ে সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামির নেতৃত্বে জোটে থাকবেন কি না। তারপরও আপনারা বিএনপি জোটে থাকলে ইসলামী দলের নামে আপনারা কলঙ্ক।’
সময় থাকতে ইসলামের দিকে তাকিয়ে ইসলামী দলগুলে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসুন, নতুন জোট করুন। আগামী ১৮ মার্চ তরীকত ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণাও দেন নজিবুল বশর।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব সংসদ সদস্য এম এ আওয়াল, সভাপতিমণ্ডলীর সদস্য সদস্য সৈয়দ হাবিবুল বশর আল হাসানী, সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, শাহমিরান আল কাদেরী, ভাইস চেয়ারম্যান এবিএম সিদ্দিকুর রহমান, জালাল উদ্দিন বকশীহ কেন্দ্রীয় নেতারা।
আকাশ নিউজ ডেস্ক 






















