অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন যে কারাগারে আছেন, সেখান থেকে তাকে স্থানান্তরের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার দুপুরে রাজধানীর কোস্ট গার্ডের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, বেগম জিয়াকে জেলকোড অনুযায়ী সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, ‘যেখানে রাখা হয়েছে সেটা নতুন বিল্ডিং। এটা বাচ্চাদের ডে কেয়ার ছিলো। ওই কারাগারে যতগুলো সুযোগ সুবিধা দেয়া যায় তার সবই দেয়া হচ্ছে। এখানে অনিরাপদ, ঝুঁকিপূর্ণ কিংবা অস্বাস্থ্যকর কিছুই নেই।’
জেলকোড অনুযায়ী যে সুবিধা দেয়া দরকার তার সবই দেয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 






















