অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করা উচিত বলে মত দিয়েছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ জানিয়েছে, দুটি ভিন্ন অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে।
তবে এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলে প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেছেন, তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ ‘ভিত্তিহীন’। আর এই অভিযোগের কারণে তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন না। তিনি নিশ্চিত সত্য একদিন উদঘাটন হবে।
নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব অভিযোগ:
তার বিরুদ্ধে ওঠা প্রথম অভিযোগ হলো- দেশটির প্রভাবশালী পত্রিকা ‘এডিয়ট হ্যারুনট’ এর প্রকাশককে ইতিবাচক খবর প্রকাশের জন্য ঘুষ প্রদান করেন নেতানিয়াহু। এছাড়া দেশটিতে পত্রিকাটির অবস্থানকে এগিয়ে আনারও প্রতিশ্রুতি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
এ কারণে নেতানিয়াহু এবং ‘এডিয়ট হ্যারন্ট’ ও ‘আরনন মুজেজ’ এর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দ্রুত এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
দ্বিতীয় অভিযোগ হলো- হলিউড মোগল খ্যাত আরনন মিলচ্যান ও তার সমর্থকদের কাছ থেকে কমপক্ষে ১ মিলিয়ন সেকেল (২ লাখ ৮৩ হাজার ডলার) উপহার নিয়েছেন নেতানিয়াহু।
জেরুজালেম পোস্ট বলেছে, উপহারের মধ্যে মদ ও সিগারেট ছিল। মিলচ্যানকে যুক্তরাষ্ট্রের একটি ভিসা পাওয়ার বিনিময়ে নেতানিয়াহুকে এই উপহার দেয়া হয়।মিলচ্যানের বিরুদ্ধেও অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি পুলিশ।
পুলিশ জানায়, ‘ফ্লাইট ক্লাব’, ‘গন গার্ল’ এবং দ্য রিভেনেন্ট এর মতো জনপ্রিয় হলিউড চলচ্চিত্র প্রযোজনা করেছেন মিলচ্যান।
পুলিশের বিবৃতিতে আরও বলা হয়, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকারের সঙ্গেও জড়িত নেতানিয়াহু।
ইসরায়েলি চ্যানেল ১০ এর গত ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, প্যাকার তদন্তকারীদের জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নেহানিয়াহু এবং তার স্ত্রী সারাকে উপহার দিয়েছিলেন।
ইসরায়েলি মিডিয়া বলছে, নেতানিয়াহু তদন্তকারীদের অন্তত সাতবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















