অাকাশ জাতীয় ডেস্ক:
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ বুধবার দায়িত্ব নেবেন। তিনি হবেন বাংলাদেশ পুলিশ বাহিনীর ৪০তম আইজিপি। দুপুর দেড়টার দিকে বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। পুলিশ সদর দফতর সূত্র এ তথ্য জানানো হয়েছে।
দায়িত্ব বুঝে নেওয়া শেষে যাবেন গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে র্যাঙ্ক ব্যাজ পরাবেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।
এদিকে দায়িত্ব গ্রহণের পর নতুন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।
আকাশ নিউজ ডেস্ক 























