অাকাশ জাতীয় ডেস্ক:
শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশনে জঙ্গিবাদ নির্মূল করা যাবে না বলে মনে করেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এর সঙ্গে যুক্ত করতে হবে বলে মনে করেন তিনি।
সোমবার বিকালে র্যাবের মিডিয়া সেন্টারে জঙ্গিবিরোধী বিজ্ঞাপনের (টিভিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
নতুন আইজিপি বলেন, ‘কিছু ধর্মান্ধ ব্যক্তি কোরআন ও হাদিসের অপব্যাখা করে কোমলমতি তরুণ-তরুণীকে রেডিকালাইজড করেছিল। তাদের সঠিক পথে আনতে হবে কোরআন-হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে। এছাড়াও যারা জেলখানায় জঙ্গিবাদের মামলায় গ্রেপ্তার হয়ে বন্দী রয়েছেন তাদেরকেও ডিরেডিকালাইজড করতে হবে।’ যারা জঙ্গিবাদের যুক্ত হওয়ার পথে রয়েছে তাদেরকে এই বিজ্ঞাপনের মাধ্যমে ফিরিয়ে আনা যাবে বলে মনে করেন তিনি।
পাটোয়ারী বলেন, ‘জঙ্গিবাদবিরোধী অভিযানে বেশকিছু সদস্যদের আমরা সম্প্রতি হারিয়েছি। তারপরেও আমরা দমে যাইনি।’
নতুন আইজিপি বলেন, ‘জঙ্গিবাদবিরোধী লড়াইয়ের র্যাব বেশ সফলতার সঙ্গেই কাজ করছে। এই দেশকে নিরাপদ রাখাতে র্যাবের কোনো বিকল্প নেই।’
জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোজিম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিটের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলা করতে গেলে কোরআনের আয়াতের সঠিক ব্যাখা করে তাদেরকে বোঝাতে হবে। জঙ্গিদের লক্ষ্য ছিল বিদেশি কোনো বিশেষজ্ঞ যাতে বাংলাদেশে আসতে না পারে। সেজন্য জঙ্গিরা কিছু নিরীহ জাপানিকে হত্যা করেছিল।’
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমামদের নিয়ে আলোচনা করেছি। এতে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পেরেছি। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে একটি জনমত তৈরি করতে পেরেছি। ইতোমধ্যে জঙ্গিবাদের প্রতি সাধারণ মানুষের একটা ঘৃণা তৈরি হয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 




















