অাকাশ জাতীয় ডেস্ক:
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে বিচার বিভাগ আজ স্বাধীন দেখেই খালেদা জিয়া বা নেতাকর্মীর এত ভয়। বিচার বিভাগের ওপর আওয়ামী লীগ সরকারের কোনো নিয়ন্ত্রণ বা খবরদারি নেই। বিচার বিভাগ তার আইনে দোষীকে শাস্তি দেবে, নিরপরাধকে মুক্ত করবে। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
শনিবার দুপুরে মোহাম্মদ নাসিম তার নিজ নির্বাচনী এলাকা কাজীপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব বলেন।
তিনি বলেন, বিএনপি বিচার বিভাগকে যেমন ভয় করে তেমনই জনগণের রায়কেও ভয় করে। আগামীতে পরাজয় জেনেই নির্বাচনে আসতে এত সংশয়। রায় যাই হোক, বিএনপি আবারও আগের মতো জ্বালাও-পোড়াও ও আগুন সন্ত্রাস করার চেষ্টা করলে এবার তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে জনগণ।
বঙ্গবীর কাদের সিদ্দিকীর সম্প্রতি এক নেতিবাচক মন্তব্যের বিপরীতে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট আগামী নির্বাচনে পাবে, তা নির্ণয় করবে এ দেশের জনগণ। কারণ ভোট দেবেন জনগণ। তাই এ ধরনের আগাম মন্তব্য অবান্তর।
পরে মোহাম্মদ নাসিম কাজীপুর উপজেলা সদরের অডিটরিয়ামসহ সরকারি বিভিন্ন প্রকল্পের নির্মাণকাজ ও যমুনা তীরবর্তী মেঘাই স্পার এলাকা পরিদর্শন করেন। বিকালে যমুনার ডান তীরে পাউবোর ৪৬০ কোটি ব্যয়ে ক্ষুদবান্দি-মাছুয়াকান্দি-বাহুকায় প্রায় ৮ কি.মি. নদীতীর রক্ষা প্রকল্পের কাজের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে পাউবোর আয়োজনে কাজীপুরের মাছুয়াকান্দি ও সদর উপজেলার বাহুকায় দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
সমাবেশে কাজীপুর ও সদর উপজেলাবাসীর উদ্দেশে নাসিম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এলেই এ দেশের যত উন্নয়ন হয়। বিএনপি ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যায়। তাই দেশ-জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে। তাই আগামীতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলে নৌকায় ভোট দিতে হবে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি যেন কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নাসিম।
এ সমাবেশে বক্তব্য রাখেন, পাউবো রাজশাহীর প্রধান প্রকৌশলী মহম্মদ আলী, বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিণ প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 




















