অাকাশ জাতীয় ডেস্ক:
মহেশখালী তথা কক্সবাজারবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে যাত্রা করতে যাচ্ছে। কাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন বৃহৎ প্রকল্প কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উদ্বোধন করবেন। সশরীরে মাতারবাড়িতে গিয়ে দেশের বৃহৎ এই প্রকল্পের উদ্বোধন করার কথা থাকলেও অনিবার্য কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতারা। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সংসদ সদস্যরা ছাড়াও শীর্ষ রাজনৈতিক নেতারা, প্রকল্পের কারণে স্থানীয় ক্ষতিগ্রস্ত ও পেশা পরিবর্তন হওয়া লোকজন উপস্থিত থাকবেন।
জানা গেছে, মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও নির্মিত হচ্ছে এনার্জি পাওয়ার সি-পোর্ট। ইতোমধ্যে এর ১৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন হবে এই সি-পোর্টের। এই পোর্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্র ও কোল পাওয়ারের কাজ দিয়ে শুরু হবে। পর্যায়ক্রমে সেটি বাণিজ্যিক সি-পোর্ট হিসেবে ব্যবহৃত হবে।
দেশের এই বৃহৎ প্রকল্পের জন্য জাইকা ৫০ হাজার কোটি টাকা সহযোগিতা করেছে। ০.১০১ শতাংশ হার সুদে এই টাকা বিনিয়োগ করেছে জাইকা। এটি দেশের বাইরে জাপানের সর্ববৃহৎ বিনিয়োগ। মাতারবাড়ি ছাড়াও মহেশখালীতে আরো বিদ্যুৎ প্রকল্প নির্মিত হবে। ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে এসব প্রকল্প বাস্তায়ন করবে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় অধিবাসীদের অনেকের পেশার পরিবর্তন হবে। তাই বেকার সমস্যার সমাধানের জন্য এই এলাকায় একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তুলবে সরকার।
আকাশ নিউজ ডেস্ক 




















