অাকাশ জাতীয় ডেস্ক:
মাগুরায় ৬ তলা ভবন থেকে পড়ে গোবিন্দ ভট্টাচার্য (৩৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরফরাজ নেওয়াজ জনি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, সকাল ৭টার দিকে ওপর থেকে কিছু পড়ার শব্দ শোনা যায়। পরে ছয় তলা ভবনের নিচে মৃত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, প্রাথমিক তদন্তে নিহত ওই ব্যক্তির পরিচয় ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেছে। তার সঙ্গে শহরের নিজনান্দুয়ালী এলাকার ব্যবসায়ী সরফরাজ নেওয়াজের ব্যবসায়িক লেনদেন ছিল।
পাওনা টাকা আদায়ের জন্য তিনি মাগুরায় এসেছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। বিষয়টি অধিকতর তদন্তে পুলিশ কাজ করছে। গোবিন্দ ভট্টাচায্যের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সরফরাজ নেওয়াজকে আটক করা হয়েছে বলে ওসি জানান।
আকাশ নিউজ ডেস্ক 



















