অাকাশ ইতিহাস ডেস্ক:
আজ (শুক্রবার) ২৬ জানুয়ারি ২০১৮ সাল
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
২৬ জানুয়ারি, ২০১৮, শুক্রবার। ১৩ই মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
বিশ্ব শুল্ক দিবস
আন্তর্জাতিক শুল্ক সহযোগিতা পরিষদের আহবানে ১৯৮৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ আন্তর্জাতিক শুল্ক সহযোগিতা পরিষদের সদস্য হিসেবে ১৯৯৩ সাল থেকে দিবসটি পালন করছে। ১৯৫০ সালের একটি আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী গঠিত হয় আন্তর্জাতিক শুল্ক সহযোগিতা পরিষদ। ১৯৫৩ থেকে এই পরিষদ কাজ করছে। ১৯৫৩ সালের ২৬ জানুয়ারি পরিষদ তার কর্মকা- শুরু করে বিধায় এই দিনকে ঘোষণা করা হয় আন্তর্জাতিক শুল্ক দিবস। জাতীয় বাণিজ্য চর্চা ও নীতিতে নানাবিধ অনিয়ম, অসমতা ও অসঙ্গতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে সৃষ্ট অব্যবস্থা নিরসনকল্পে বিশ্ব শুল্ক পদ্ধতিকে সুষমকরণ ও সামঞ্জস্য বিধান করাই আন্তর্জাতিক শুল্ক সহযোগিতা পরিষদের কাজ। পরিষদের সূচনালগ্ন থেকে এই সংগঠন আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এরূপ নানা সমস্যা সমাধানে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। বিশ^ বাণিজ্যের ক্ষেত্রে শক্তিশালী অংশীদারদের জন্য এই পরিষদের ভূমিকা খুবই কার্যকর। শুল্ক কার্যক্রমের সকল ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতার প্রতিশ্রুতি সুদৃঢ় ও নবায়ন করার মাধ্যমে শুল্ক সহযোগিতা পরিষদের কার্যক্রমে কার্যকরভাবে অংশগ্রহণের চেতনাকে জাগ্রত করার উদ্দেশ্যেই আন্তর্জাতিক শুল্ক দিবস পালন করা হয়। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার মূল্য সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ। এই আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীগকার পূরণের জন্য শুল্ক মূল্যায়নের ক্ষেত্রে বাংলাদেশ বিনিময় মূল্য নীতিমালা চালু করেছে।
বাংলাদেশে অনেক দিন থেকে চলছে মুক্তবাজার অর্থনীতি। প্রকৃতপক্ষে এ দেশের অর্থনীতি এখনো আমদানি নির্ভর । বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বাজার হিসেবে তার তেমন কোনো অবস্থান নেই, নেই উল্লেখযোগ্য ভূমিকা। তাই শুল্ক সহযোগিতা পরিষদের সঙ্গেও তার ততোটা সম্পৃক্ততা নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো আন্তর্জাতিক শুল্ক দিবস পালনে বাংলাদেশ ততোটা আগ্রহী নয়। এমনকি দিবসটি সম্পর্কে শুল্ক কর্তৃপক্ষের অনেকেও অবহিত নন। অপরদিকে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অবর্তমান বলেই শুল্ক সহযোগিতা পরিষদের তেমন ভূমিকা রাখার সুযোগ নেই। তবে শুল্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়োজিতদের উদ্বুদ্ধকরণ, সচেতনতা বৃদ্ধি ও আন্তর্জাতিক শুল্ক পদ্ধতি সম্পর্কে তথ্য বিনিময়ের লক্ষ্যে দিবস উদযাপনের গুরুত্ব একেবারেই উড়িয়ে দেয়া যায় না।
বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে মুক্তবাজার অর্থনীতি ও বিশ্ব বাণিজ্য উদারীকরণের পরিবেশে শুল্ক পদ্ধতি আরোপ স্পর্শকাতর বিষয়। একদিকে অনুসরণ করতে হয় বিশ্বায়নের মৌলিক ধারা অন্যদিকে রক্ষা ও লালন করতে হয় দেশীয় শিল্প। এ রকম অবস্থায় আমদানি শুল্ক ও অন্যান্য বাণিজ্য প্রতিবন্ধকতা ক্রমান্বয়ে ও সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়। এর মধ্য দিয়েই বাংলাদেশে শুল্ক ব্যবস্থায় ধীর গতিতে পরিবর্তন আসছে। বাংলাদেশের আমদানি শুল্ক ও মূল্য সংযোজন করের ক্ষেত্রে বেশ সংস্কার আনা হয়েছে। শুল্ক ব্যবস্থাপনা সহজীকরণ ও গতিশীল করার লক্ষ্যে অধিকাংশ আমদানি পণ্য খালাসের ক্ষেত্রে প্রবর্তন করা হয়েছে প্রিশিপমেন্ট ইনস্পেকশন।
ভারতের সংবিধান কার্যকর
১৯৫০ সালের এ দিনে ভারতের সংবিধান কার্যকর হয় এবং ভারতকে প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত বৃটেনের হাত থেকে স্বাধীনতা লাভ করে। তার আগের দিন পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিলো। স্বাধীনতার এক বছরের কম সময়ের মধ্যে ভারতের জাতির পিতা হিসেবে পরিচিত মোহনদাস করম চাঁদ গান্ধী এক উগ্র হিন্দুবাদীর গুলিতে নিহত হন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহারলাল গান্ধী সে সময় মন্তব্য করেছিলেন, আমাদের জীবন থেকে আলো নিভে গেছে এবং সর্বত্র অন্ধকার বিরাজ করছে। তবে এ অবস্থার মধ্যেও নেহেরু ভারতের পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রাখেন। ১৯৪৯ সালের শেষের দিকে ভারতের সংবিধান গ্রহণ করা হয় এবং ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী ভারত প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভারতের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন, রাজেন্দ্র প্রাসাদ।
গুটি বসন্তের টিকা আবিষ্কারক
১৮২৩ সালের এ দিনে ইংরেজ চিকিৎসক এবং গুটি বসন্তের টিকার আবিষ্কারক এডওয়ার্ড জেনার পরলোকগমন করেন। তিনি ১৭৪৯ সালে জন্ম গ্রহণ করেছিলেন। যে যাই হোক, সে সময় ইংল্যান্ডে গুটি বসন্তকে ভয়াবহ প্রাণঘাতী রোগ হিসেবে মনে করা হতো। সে সময় এ রোগে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে একজন প্রাণ হারাতো। আর যে সব রোগী গুটি বসন্তের পরও প্রাণে রক্ষা পেতেন তাদের চেহারা বিকৃত হয়ে যেতো। ১৭৮৮ সালে ইংল্যান্ডের গ্রামাঞ্চলে যখন বসন্তের প্রাদুর্ভাব দেখা দেয় তখন এডওয়ার্ড জেনার লক্ষ্য করেন, যে সমস্ত রোগী গবাদি পশু নিয়ে কাজ করেছিল এবং গরু দেহে যে বসন্ত হয় তার সংস্পর্শে এসেছিল তাদের কারও গুটি বসন্ত হয়নি। আর এর ভিত্তিতে তিনি দেখতে পান যে, টিকাদানের মাধ্যমে গরুর বসন্ত রোগ প্রতিরোধ করা যায়। এই আবিষ্কারের পরই তিনি মানুষের মধ্যে এই কার্যক্রম শুরু করেন। প্রথমে তার কার্যক্রমকে ভালো ভাবে গ্রহণ করা হয় নি। কিন্তু পরবর্তীতে তার আবিস্কৃত টিকাদান বা ভ্যাকসিন সারা বিশ্বকে বদলে দেয়। বর্তমানের বিশ্ব থেকে গুটি বসন্ত নির্মূল হয়ে গেছে।
ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা
১৯১৮ সালের এ দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে। ১৯১৭ সালের নভেম্বর মাসে বলশেভিকরা রাশিয়ার ক্ষমতা দখল করে নেয় এবং সে সময় বেশ গোলোযোগ চলতে থাকে। আর এই সুযোগে রাশিয়ার অন্যতম সমৃদ্ধ এবং উর্বর প্রদেশ ইউক্রেন পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে। ইউক্রেন শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়াবে সীমান্ত ভূমি বা সীমান্তে। ১৯১৭ সালে রাশিয়ায় জারকে উৎখাত করার সাথে সাথে ইউক্রেন একটি প্রাদেশিক সরকার গঠন করে এবং একই সাথে রুশ ফেডারেশনের আওতায় থেকে নিজেকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। ভ্লাদিমীর লেনিন নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতায় আসার পর ইউক্রেন এবং সাবেক রুশ প্রদেশ ফিনল্যান্ড স্বাধীনতা ঘোষণা করে।
গুজরাট রাজ্যে ভূমিকম্পের তান্ডব
২০০১ সালের এ দিনে ৭.৯ রিখটার মাত্রার এক ভূকম্পনে ভারতের গুজরাট রাজ্যে অন্তত ২০ হাজার মানুষ প্রাণ হারায়। গুজরাট রাজ্যের আয়তন এক লক্ষ ৯৬ হাজার ২৪ কিলোমিটার। এই রাজ্যের প্রায় ৭০ শতাংশ হিন্দু এবং এ ছাড়া রাজ্যে ব্যাপক সংখ্যাক মুসলমান এবং জৈন ধর্মের মানুস বসবাস করে। ২০০১ সালের আদমশুমারিতে বলা হয়েছে, এ রাজ্যের ৬৯ শতাংশ অধিবাসী স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।
- ভিসেন্ড পিনৎসনের ব্রাজিল আবিষ্কার (১৫০০)
- তুরস্কের সঙ্গে অস্ট্রিয়া, রাশিয়া, পোল্যান্ড ও ডেনিসের কারলো উইজ শান্তি চুক্তি স্বাক্ষর (১৬০৯)
- প্রথম বাঙালি তথা ভারতীয় মির্জা ইহতিশামের বিলাত যাত্রা (১৭৬৪)
- হংকংয়ের ওপর বৃটিশদের সার্বভৌমত্ব ঘোষণা (১৮৪১)
- বৃটিশ দখলদারিত্বের বিরুদ্ধে ভারতে মাহাত্মা গান্ধীর লং মার্চ শুরু (১৯৩০)
- সরকারের সঙ্গে আলোচনার জন্য ভারতের কারাগার থেকে মাহাত্মা গান্ধীকে মুক্তি দেয়া হয় (১৯৩১)
- জার্মানের সঙ্গে পোল্যান্ডের ১০ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর (১৯৩৪)
- ডেনমার্কে বিমান দুর্ঘটনায় সুইডেনের যুবরাজ গুস্তাব এডলফ নিহত (১৯৪৭)
- ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র ঘোষণা (১৯৫০)
- ভারতের সঙ্গে একত্রীকরণের জন্যে কাশ্মীর সংবিধান কার্যকর (১৯৫৭)
- ডাকলাভ হাভেল নতুন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত (১৯৯৩)
- গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত হবার পর পোলিশ প্রধানমন্ত্রী জোসেফ ওয়েলেস্কির পদত্যাগ (১৯৯৬)
- ভারতের গুজরাটে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার প্রাণহানি। লাখ লাখ গৃহহীন (২০০১)
আকাশ নিউজ ডেস্ক 




















