ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড, সংযোগ বিচ্ছিন্ন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফোরলেন সম্প্রসারণের কাজের সময় গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতংক বিরাজ করছে। দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলা সদরের বাইপাস নামকস্থানে গ্যাস লাইনে পাইপ ফেটে আগুন লাগার ঘটনা ঘঠেছে। গ্যাস পাইপে আগুন লাগার ফলে এ মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।

মির্জাপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফি পুলিশ সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক উন্নতিকরণের জন্য ২০১৬ সাল থেকে ফোর লাইন সম্প্রসারণ কাজ হচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় মীর আক্তার হোসেন জেবি লিমিটেড এবং আব্দুল মোনায়েম কোং লিমিটেড গাজীপুরের চৌরাস্তা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রাপ্ত এলেঙ্গা পর্যন্ত ফোর লাইনের কাজ করছেন।

বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা সদরের বংশাই রোডের বাইপাস এলাকায় মাটি কাটার যন্ত্র দিয়ে কাজ করার সময় কর্মকর্তা-কর্মচারীদের অসতর্কতার কারণে গ্যাসের পাইপ ফেটে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের দমকল বাহিনীর সদস্য, বাংলাদেশ তিতাস গ্যাস টাঙ্গাইল অঞ্চলের কারিগরি টিমের সদস্যরা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুল হকের সহযোগিতা ও পরামর্শে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কফিল উদ্দিন এবং তিতাস গ্যাস টাঙ্গাইল জোনাল অফিসের প্রকৌশলী মো. মামুনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, গ্যাস লাইনের পাইপ ফেটে যাওয়ার কারণে আগুন লাগার সূত্রপাত হয়। গ্যাস লাইনের কয়েকটি লিকেজ বন্ধ করে দিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে তারা জানিয়েছেন। রাতে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত মির্জাপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড, সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ১১:০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফোরলেন সম্প্রসারণের কাজের সময় গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতংক বিরাজ করছে। দুর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলা সদরের বাইপাস নামকস্থানে গ্যাস লাইনে পাইপ ফেটে আগুন লাগার ঘটনা ঘঠেছে। গ্যাস পাইপে আগুন লাগার ফলে এ মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়।

মির্জাপুর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফি পুলিশ সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক উন্নতিকরণের জন্য ২০১৬ সাল থেকে ফোর লাইন সম্প্রসারণ কাজ হচ্ছে। যোগাযোগ মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় মীর আক্তার হোসেন জেবি লিমিটেড এবং আব্দুল মোনায়েম কোং লিমিটেড গাজীপুরের চৌরাস্তা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রাপ্ত এলেঙ্গা পর্যন্ত ফোর লাইনের কাজ করছেন।

বৃহস্পতিবার মির্জাপুর উপজেলা সদরের বংশাই রোডের বাইপাস এলাকায় মাটি কাটার যন্ত্র দিয়ে কাজ করার সময় কর্মকর্তা-কর্মচারীদের অসতর্কতার কারণে গ্যাসের পাইপ ফেটে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের দমকল বাহিনীর সদস্য, বাংলাদেশ তিতাস গ্যাস টাঙ্গাইল অঞ্চলের কারিগরি টিমের সদস্যরা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীনের এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুল হকের সহযোগিতা ও পরামর্শে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কফিল উদ্দিন এবং তিতাস গ্যাস টাঙ্গাইল জোনাল অফিসের প্রকৌশলী মো. মামুনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, গ্যাস লাইনের পাইপ ফেটে যাওয়ার কারণে আগুন লাগার সূত্রপাত হয়। গ্যাস লাইনের কয়েকটি লিকেজ বন্ধ করে দিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলে তারা জানিয়েছেন। রাতে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত মির্জাপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।