অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।বুধবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিমার্ণাধীন ভবনে এ ঘটনা ঘটে।
নিহত মো. ওয়াহেদুল ইসলাম (১৮)ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোরবাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
টাঙ্গাইল থানার এসআই নবীন জানান, রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বিদ্যুতের তারে কাজ করছিল ওয়াহেদুল ইসলাম। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 























