ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে আসতে আগ্রহী পেপাল, তবে প্রক্রিয়া দীর্ঘ: লুৎফে সিদ্দিকী ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ জামায়াত ক্ষমতায় গেলে হিন্দুদের ‘জামাই আদরে’ রাখবে: কৃষ্ণ নন্দী কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে: তারেক রহমান ‘তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত’:আলী রিয়াজ পুরো বাংলাদেশের কাছে মির্জা আব্বাস বাহিনীর হামলার বিচার দিলাম: নাসীরুদ্দীন চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি: মির্জা আব্বাস শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন শি জিনপিং ইলিয়াস মোল্লাহর জমি–গাড়ি–মার্কেট–ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ ডেনমার্ক-গ্রিনল্যান্ড নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

খালেদাকে জেলে নিলে তার ফল ভালো হবে না: মোশাররফ

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকানোর চেষ্টা হলে তার ফল ভালো হবে না বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

সংসদের বাইরে থাকা বিরোধী দলের স্থায়ী কমিটির মদস্য বলেছেন, ‘বেগম জিয়াকে নিয়ে যে চক্রান্ত চলছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে না আসলে এদেশের জনগণ তাদেরকে প্রতিহত করে ছাড়বে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়ের তারিখ ঘোষণার পর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতার নূরুল হুদার স্মরণসভায় বক্তব্য রাখছিলেন মোশাররফ।

এতিমদের জন্য আসা দুই কোটি ১০ লাখের কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে মামলা হয় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে।

সাড়ে নয় বছর পর এই মামলার শুনানি শেষে আগামী ৮ ফেব্রুয়রি রায়ের তারিখ ঘোষণা করেছেন পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। অভিযোগ প্রমাণ হলে আইন অনুযায়ী আসামিদের যাবজাজীবন কারাদণ্ড হতে পারে আর রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজার দাবিই করেছে। তবে খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেছেন, কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

মামলার আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে খালেদা জিয়া স্বয়ং বলেছেন, তাকে সাজা দেয়া হতে পারে। তার আশঙ্কা এই মামলায় সাজা দিয়ে তাকে সরকার জাতীয় নির্বাচনের জন্য অযোগ্য করতে চায়।

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাত বছরের সাজা হওয়ায় তিনি নির্বাচনের জন্য এরই মধ্যে অযোগ্য হয়ে গেছেন। এই অবস্থায় খালেদার মামলা নিয়ে বিএনপিতে উদ্বেগ প্রকাশ্য।

বিকালে জাতীয় প্রেসক্লাবেই এক আলোচনায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে সাজা দেয়া হলে সারা দেশে আগুন জ্বলবে।

আর সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, এই মামলার রায় আগেই সরকার লিখে রেখেছে, বিচার করা হচ্ছে প্রসহনের জন্য।

খন্দকার মোশাররফও বলেছেন, সরকার খালেদা জিয়াকে সাজা দেয়ার ‘ষড়যন্ত্র’ করছে। আর এর অংশ হিসেবেই ‘মিথ্যা’ মামলাগুলো দেয়া হয়েছে।

‘এই বয়সে খালেদা জিয়াকে সপ্তাহে ৩/৪ দিন কোর্টে যেতে হচ্ছে। এই সমস্ত ষড়যন্ত্র থেকে আওয়ামী লীগ ফিরে না আসলে তার জবাব জনগণ দেবেই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘নিরপেক্ষ’ ও ‘সুষ্ঠু’ হতে হবে জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘৫ জানুয়ারির মতো নিবার্চন আর এ বাংলার মাটি হবে না, বাংলার জনগণ তা হতে দেবে না।’

বুধবার জাতীয় সংসদে সুশীল সমাজের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও নিন্দা জানান মোশাররফ। বলেন, ‘প্রধানমন্ত্রী সুশীল সমাজকে বিভিন্নভাবে ভারাপ কথায় গালিগালাজ করছেন। অপর দিকে এইভাবে বিএনপি নেত্রী কখনও কোন সুশীল সমাজকে আক্রমণ করে কথা বলেন নাই।’

বুধবার প্রধানমন্ত্রী সুশীল সমাজের কথা উল্লেখ করে বলেন, ‘আমি কাউকে গাধা বলছি না। তারা জ্ঞানী-গুণী, শিক্ষিত। বিদেশ থেকে উচ্চ ডিগ্রিপ্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তবে তাদের আচরণগুলো যখন দেখি, খুব স্বাভাবিকভাবেই গাধার কথা মনে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে আসতে আগ্রহী পেপাল, তবে প্রক্রিয়া দীর্ঘ: লুৎফে সিদ্দিকী

খালেদাকে জেলে নিলে তার ফল ভালো হবে না: মোশাররফ

আপডেট সময় ১১:১৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকানোর চেষ্টা হলে তার ফল ভালো হবে না বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।

সংসদের বাইরে থাকা বিরোধী দলের স্থায়ী কমিটির মদস্য বলেছেন, ‘বেগম জিয়াকে নিয়ে যে চক্রান্ত চলছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে না আসলে এদেশের জনগণ তাদেরকে প্রতিহত করে ছাড়বে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়ের তারিখ ঘোষণার পর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতার নূরুল হুদার স্মরণসভায় বক্তব্য রাখছিলেন মোশাররফ।

এতিমদের জন্য আসা দুই কোটি ১০ লাখের কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে মামলা হয় খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে।

সাড়ে নয় বছর পর এই মামলার শুনানি শেষে আগামী ৮ ফেব্রুয়রি রায়ের তারিখ ঘোষণা করেছেন পুরান ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান। অভিযোগ প্রমাণ হলে আইন অনুযায়ী আসামিদের যাবজাজীবন কারাদণ্ড হতে পারে আর রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজার দাবিই করেছে। তবে খালেদা জিয়ার আইনজীবীরা দাবি করেছেন, কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।

মামলার আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যে খালেদা জিয়া স্বয়ং বলেছেন, তাকে সাজা দেয়া হতে পারে। তার আশঙ্কা এই মামলায় সাজা দিয়ে তাকে সরকার জাতীয় নির্বাচনের জন্য অযোগ্য করতে চায়।

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাত বছরের সাজা হওয়ায় তিনি নির্বাচনের জন্য এরই মধ্যে অযোগ্য হয়ে গেছেন। এই অবস্থায় খালেদার মামলা নিয়ে বিএনপিতে উদ্বেগ প্রকাশ্য।

বিকালে জাতীয় প্রেসক্লাবেই এক আলোচনায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে সাজা দেয়া হলে সারা দেশে আগুন জ্বলবে।

আর সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, এই মামলার রায় আগেই সরকার লিখে রেখেছে, বিচার করা হচ্ছে প্রসহনের জন্য।

খন্দকার মোশাররফও বলেছেন, সরকার খালেদা জিয়াকে সাজা দেয়ার ‘ষড়যন্ত্র’ করছে। আর এর অংশ হিসেবেই ‘মিথ্যা’ মামলাগুলো দেয়া হয়েছে।

‘এই বয়সে খালেদা জিয়াকে সপ্তাহে ৩/৪ দিন কোর্টে যেতে হচ্ছে। এই সমস্ত ষড়যন্ত্র থেকে আওয়ামী লীগ ফিরে না আসলে তার জবাব জনগণ দেবেই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘নিরপেক্ষ’ ও ‘সুষ্ঠু’ হতে হবে জানিয়ে বিএনপি নেতা বলেন, ‘৫ জানুয়ারির মতো নিবার্চন আর এ বাংলার মাটি হবে না, বাংলার জনগণ তা হতে দেবে না।’

বুধবার জাতীয় সংসদে সুশীল সমাজের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যেরও নিন্দা জানান মোশাররফ। বলেন, ‘প্রধানমন্ত্রী সুশীল সমাজকে বিভিন্নভাবে ভারাপ কথায় গালিগালাজ করছেন। অপর দিকে এইভাবে বিএনপি নেত্রী কখনও কোন সুশীল সমাজকে আক্রমণ করে কথা বলেন নাই।’

বুধবার প্রধানমন্ত্রী সুশীল সমাজের কথা উল্লেখ করে বলেন, ‘আমি কাউকে গাধা বলছি না। তারা জ্ঞানী-গুণী, শিক্ষিত। বিদেশ থেকে উচ্চ ডিগ্রিপ্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তবে তাদের আচরণগুলো যখন দেখি, খুব স্বাভাবিকভাবেই গাধার কথা মনে পড়ে।