অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর ভাসানটেক এলাকায়এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম তাজুল ইসলাম (৪০)। মঙ্গলবার রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।
রিকশার মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে তাকেহত্যা করা হতে পারেবলে ভাসানটেক থানার ওসি মুন্সী সাব্বির আহমেদ জানিয়েছেন।
ওসি জানান,রিকশাচালক আলামিন ও নিহত তাজুলের মালিকানায় একটি রিকশা ছিল। কিন্তু সেটির মালিকানা ও ভাড়া নিয়ে দ্বন্দ্ব ছিল দুজনের মধ্যে। এ দ্বন্দ্বের জেরেই গতকাল রাতে ভাসানটেক ১৫ নম্বর সরাই জাহাঙ্গীর বস্তির পেছনে আলামিন, ইদ্রিসসহ চার-পাঁচজন তাজুলকে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহত তাজুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার মৃত আবদুর রহিমের সন্তান। ভাসানটেক লাল সরাই হাসেমের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























