অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজের পাঁচদিন পর এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. কবির হোসেন (৪০) বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল জিএমসি মিলস এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রেজাউল করিম জানান, শুক্রবার সন্ধ্যায় কবির হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে আজ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















