অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের দেলদুয়ারে লেবু বাগান থেকে এক ব্যাটারিচালিত অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার লাউহাটি ইউনিয়নের তারটিয়া কমলাই গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নুর মোহাম্মদ (৪৫) কমলাই গ্রামের মৃত ঝরু মিয়ার ছেলে।
পুলিশ জানান, স্থানীয়রা সকালে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
দেলদুয়ার থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আকাশ নিউজ ডেস্ক 























