আকাশ স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর শুরু হবে ৭ এপ্রিল। আইপিএলের আসন্ন আসরের উদ্বোধনী ম্যাচ এবং ২৭ মে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচটিও হবে মুম্বাইয়ে। তার আগে ৬ এপ্রিল আইপিএলের উদ্বোধন হবে।
সোমবার আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে জানা যায়, আইপিএলের আগের আসরের খেলাগুলোর প্রথম ম্যাচ বিকেল ৪টা এবং দ্বিতীয় ম্যাচরাত ৮টায় শুরু হত। তবে এবার সম্প্রচারের দায়িত্বে থাকা চ্যানেলের অনুরোধে বিকেল ৫টা এবং রাত ৯টায় শুরুর চিন্তা করছে আয়োজকরা।
২৭ ও ২৮ জানুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৫৭৮জন ক্রিকেটারকে। যেখানে বাংলাদেশের ৮জন ক্রিকেটার রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























