ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে বিজয়ী হলে প্রয়োজনে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে অসুস্থ ফজলুর রহমান গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : ড. মোশাররফ এবার দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু নারী ও পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলব: জামায়াত আমির হাসিনা যুগের সমাপ্তি? জয় বললেন ‘সম্ভবত তাই’ ‘দুলাভাই’ ‘দুলাভাই’ ধ্বনিতে মুখরিত সিলেটের আলিয়া মাঠ ভারতে টি-২০ বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত সরকারের

গুলশানে আধুনিক গণশৌচাগার উন্মুক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ নম্বর গোলচত্বরে আধুনিক একটি গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে। সর্বসাধার‌ণের জন্য এটি উন্মুক্ত করেন ঢাকা উত্তর সি‌টি ক‌রপোরেশ‌নের (ডিএনসিসি) প্যা‌নেল মেয়র মো. ওসমান গ‌ণি।

রবিবার বেলা ১১টায় ফিতা কে‌টে ও বেলুন উ‌ড়ি‌য়ে তিনি শৌচাগারটি উন্মুক্ত করেন। এ সময় তিনি গণশৌচাগারটির প‌রিচ্ছন্নতা ধ‌রে রাখ‌তে স্থানীয় কাউ‌ন্সিলরসহ সর্বসাধার‌ণের প্রতি অনু‌রোধ জানান।

ওসমান গণি ব‌লেন, গুলশান এলাকায় অনেক বি‌দেশি মেহমান থা‌কেন, তারা যেন বুঝ‌তে পা‌রেন বাঙ‌ালিরা পরিষ্কার-পরিচ্ছন্ন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ডিএন‌সি‌সির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহুল ইসলাম, স‌চিব দুলাল কৃষ্ণ সাহা, ১৯ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ম‌ফিজুর, ওয়াটার এইড বাংলা‌দেশের কা‌ন্ট্রি ডি‌রেক্টর ড. মো.খায়রুল ইসলাম প্রমুখ।

রাজধানীতে চলাচলকারীদের জন্য মানসম্মত গণ‌শৌচাগার সংকট মেটা‌তে ওয়াটার এইড বাংলা‌দেশ ঢাকার দুই সি‌টি ক‌রপোরেশ‌নের স‌ঙ্গে যৌথভা‌বে কাজ কর‌ছে। এরই অংশ হিসেবে ২১টি আধু‌নিক গণ‌শৌচাগার স্থাপন ও চালু করা হ‌য়ে‌ছে।

এসব গণ‌শৌচাগারে পেশাদার পুরুষ ও নারী তত্ত্বাবধায়ক থাকছেন। এছাড়া এসব গণশৌচাগারে থাকছে লকার সু‌বিধা, গোস‌লের সু‌বিধা, নিরাপদ খাবার পা‌নি, স্যা‌নিটারি ন্যাপ‌কিন সরবরা‌হের ব্যবস্থা। থাকছে সি‌সিটি‌ভি ক্যা‌মেরার মাধ্যমে নজরদা‌রির ব্যবস্থাও।

লকার সু‌বিধা পেতে খরচ করতে হবে পাঁচ টাকা। আর টয়‌লেট সেবা পাঁচ টাকায় এবং নিরাপদ খাবার পা‌নি এক টাকায় পাওয়া যাবে। অবশ্য গুলশান-২ নম্বরের নতুন এ গণ‌শৌচাগারে গোসল সু‌বিধা থাকছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাটি লিভার থেকে কেন ক্যানসার হওয়ার ঝুঁকি তৈরি হয়, যানালেন চিকিৎক

গুলশানে আধুনিক গণশৌচাগার উন্মুক্ত

আপডেট সময় ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ নম্বর গোলচত্বরে আধুনিক একটি গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে। সর্বসাধার‌ণের জন্য এটি উন্মুক্ত করেন ঢাকা উত্তর সি‌টি ক‌রপোরেশ‌নের (ডিএনসিসি) প্যা‌নেল মেয়র মো. ওসমান গ‌ণি।

রবিবার বেলা ১১টায় ফিতা কে‌টে ও বেলুন উ‌ড়ি‌য়ে তিনি শৌচাগারটি উন্মুক্ত করেন। এ সময় তিনি গণশৌচাগারটির প‌রিচ্ছন্নতা ধ‌রে রাখ‌তে স্থানীয় কাউ‌ন্সিলরসহ সর্বসাধার‌ণের প্রতি অনু‌রোধ জানান।

ওসমান গণি ব‌লেন, গুলশান এলাকায় অনেক বি‌দেশি মেহমান থা‌কেন, তারা যেন বুঝ‌তে পা‌রেন বাঙ‌ালিরা পরিষ্কার-পরিচ্ছন্ন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ডিএন‌সি‌সির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহুল ইসলাম, স‌চিব দুলাল কৃষ্ণ সাহা, ১৯ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ম‌ফিজুর, ওয়াটার এইড বাংলা‌দেশের কা‌ন্ট্রি ডি‌রেক্টর ড. মো.খায়রুল ইসলাম প্রমুখ।

রাজধানীতে চলাচলকারীদের জন্য মানসম্মত গণ‌শৌচাগার সংকট মেটা‌তে ওয়াটার এইড বাংলা‌দেশ ঢাকার দুই সি‌টি ক‌রপোরেশ‌নের স‌ঙ্গে যৌথভা‌বে কাজ কর‌ছে। এরই অংশ হিসেবে ২১টি আধু‌নিক গণ‌শৌচাগার স্থাপন ও চালু করা হ‌য়ে‌ছে।

এসব গণ‌শৌচাগারে পেশাদার পুরুষ ও নারী তত্ত্বাবধায়ক থাকছেন। এছাড়া এসব গণশৌচাগারে থাকছে লকার সু‌বিধা, গোস‌লের সু‌বিধা, নিরাপদ খাবার পা‌নি, স্যা‌নিটারি ন্যাপ‌কিন সরবরা‌হের ব্যবস্থা। থাকছে সি‌সিটি‌ভি ক্যা‌মেরার মাধ্যমে নজরদা‌রির ব্যবস্থাও।

লকার সু‌বিধা পেতে খরচ করতে হবে পাঁচ টাকা। আর টয়‌লেট সেবা পাঁচ টাকায় এবং নিরাপদ খাবার পা‌নি এক টাকায় পাওয়া যাবে। অবশ্য গুলশান-২ নম্বরের নতুন এ গণ‌শৌচাগারে গোসল সু‌বিধা থাকছে না।