অাকাশ জাতীয় ডেস্ক:
সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ইউনূস সেন্টারের আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অনুমতি না দেয়া সরকারের ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার সকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, পুলিশের অনুমতি না পাওয়ায় অনিবার্য কারণ দেখিয়ে সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বাতিল করে ইউনুস সেন্টার। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার শুরু হওয়ার কথা ছিল দুই দিনের এই সম্মেলন।
তবে সরকার বন্ধ করেনি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, সঠিক সময়ে আবেদন না করায় অনুমতি দেয়া সম্ভব হয়নি। স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি না থাকায় ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 























