আকাশ স্পোর্টস ডেস্ক:
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ ‘সি’ থেকে গ্রুপ রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ আটে প্রতিপক্ষ হিসাবে ভারতকে পেয়েছে টাইগার যুবারা। আগামী ২৬ জানুয়ারি সাইফ হাসানদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কুইন্সটাউনে ওইদিন ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর রাত সাড়ে তিনটায়।
গ্রুপ পর্বে বাংলাদেশ খেলেছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে অন্য তিনটি দল হচ্ছে ইংল্যান্ড, কানাডা ও নামিবিয়া। এর মধ্যে নামিবিয়া ও কানাডাকে হারায় বাংলাদেশ। তবে, ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় টাইগার যুবারা। নামিবিয়াকে ৮৭ রানে ও কানাডাকে ৬৬ রানে হারিয়েছিল সাইফ হাসানরা। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে হেরে যায় তারা।
গ্রুপ ‘সি’ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। গ্রুপ ‘বি’ থেকে উঠেছে ভারত ও অস্ট্রেলিয়া। গ্রুপ ‘ডি’ থেকে উঠেছে পাকিস্তান ও আফগানিস্তান। গ্রুপ ‘এ’র বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে, এই গ্রুপ থেকে উঠতে পারে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই কোয়ার্টার ফাইনালে উঠার সম্ভাবনা রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























