অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে হেপাটাইটিস প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতি ভাইরাসগুলো নির্মূলের মাধ্যমে আমরা ২০৩০ সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত লক্ষ্য অর্জনে সক্ষম হব।
২৮ জুলাই (শুক্রবার) বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বৃহষ্পতিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘হেপাটাইটিস নির্মূল’।তিনি বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে লিভার বিশেষজ্ঞের নতুন পদ সৃষ্টি, পদোন্নতি ও নতুন হেপাটোলজি বিভাগ প্রতিষ্ঠা করার ফলে লিভারের জটিল রোগের চিকিৎসায় আমাদের সক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। দেশের লিভার বিশেষজ্ঞদের আরও অধিক সেবার মনোভাব নিয়ে লিভার রোগীদের চিকিৎসায় আত্মনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বাণীতে শেখ হাসিনা বলেন, বাংলাদেশসহ বিশ্বে হেপাটাইটিস ভাইরাসজনিত রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ রোগ প্রতিরোধ ও নিরাময়ের জন্য জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা নিশ্চিত করা জরুরি।
আকাশ নিউজ ডেস্ক 



















