অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বকশিবাজারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনকে মারধর করেছে শিক্ষার্থীরা। এছাড়া তার ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের মারধরে আহত ক্যামেরাপারসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বকশিবাজার পেনাং রেস্টুরেন্টে ঢামেকের দুই শিক্ষার্থী খাওয়া শেষ করে টেবিলে ফোন রেখে হাত ধুতে যান। চেয়ার ফাঁকা পেয়ে ঢাবির এসএম হলের ছাত্ররা সেখানে বসেন। পরে ঢামেক শিক্ষার্থীরা চেয়ার বসার কারণ জিজ্ঞাসা করলে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বাধে।
মারামারির খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্ররা হাজির হয়। পরে মেডিকেলের ছাত্ররা ফজলে রাব্বী হলের ছাত্রদের ফোন করে ডেকে আনলে সংঘর্ষ শুরু হয়। এতে রিয়াজ নামে এক ছাত্র মারাত্মক আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাবির এসএম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাপস ঘটনাস্থলে ছাত্রদের হলে ফিরিয়ে আনেন।
এদিকে সংঘর্ষের নিউজ ও ভিডিও সংগ্রহের সময় শিক্ষার্থীরা যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনকে মারধর তার ক্যামেরা ছিনিয়ে নেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























