অাকাশ জাতীয় ডেস্ক:
বিজিবি-বিএসএফের মধ্যে সীমান্ত সম্পর্ক উন্নয়নে অনুষ্ঠিত প্রীতি ভলিবল প্রতিযোগিতায় ২/১ সেটে বিএসএফকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাহফুজ উল বারী, ভারতীয় কোচবিহার-৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শুভ্রত রায়ের উপ-পরিচালক মেজর মুহীত উল আলম, দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন ও ভারতীয় বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন কোচবিহার-৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শুভ্রত রায়, দহগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেনসহ বিজিবি-বিএসএফের কর্মকর্তারা।
খেলা শেষে ভারতীয় কোচবিহার ৪৫-বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক শুভ্রত রায় সাংবাদিকদের বলেন, জয়-পরাজয় মুখ্য বিষয় নয়। বিজিবি-বিএসএফের মধ্যে সীমান্ত সম্পর্ক উন্নয়ন মুল লক্ষ্য।
আকাশ নিউজ ডেস্ক 



















