অাকাশ ইতিহাস ডেস্ক:
আজ (সোমবার) ১৫ জানুয়ারি’ ২০১৮
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে দৈনিক আকাশের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।
১৫ জানুয়ারি, ২০১৮, সোমবার। ২রা মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
এলসেলভাদর স্বাধীনতা লাভ
১৮৩৯ খৃষ্টাব্দের ১৫ ই জানুয়ারি সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে। এলসেলভাদর স্পেন সাম্রাজ্যের অধীনে ছিল। ১৮২১ খৃষ্টাব্দে এলসেলভাদর স্পেন সাম্রাজ্য থেকে মুক্ত হয়। এবং ১৮২৪ সালে সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নভুক্ত হয়। তারপর ১৮৩৯ সালের এ দিনে পূর্ণ স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতা লাভের এক শতাব্দী পরেও দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসেনি। এলসেলভাদরের অর্থনীতি মূলত সেদেশের কফি শিল্পের উপর নির্ভরশীল ছিল। ১৯৩১ খৃষ্টাব্দে বিশ্ববাজারে কফির দাম পড়ে গেলে দেশটি মারত্মক অর্থনৈতিক সংকটে পড়ে। এসলেভাদরের চরম অর্থনৈতিক বিপর্যয়ের ফলে দেশটির জনগণ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বৈরাচারী হানর্জ মার্টিনের সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের আন্দোলনের ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এসময় অনেকে প্রতিবেশী দেশ হন্ডুরাস ও গুয়াতেমালাতে আশ্রয় গ্রহণ করে।
শাসক রেজা শাহ পাহলভি পলায়ন
১৯৭৮ সালের ১৫ ই জানুয়ারি ইরানী জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানীকে সমর্থন করার ঘটনায় বৃটেন ১৯৪১ সালে রেজা শাহের পিতাকে নির্বাসনে পাঠায়। তারপরই রেজা শাহ পাহলভি শাহী মসনদে আসীন হয়। ১৯৫৩ সালে শাহ আরো একবার গণঅভ্যুত্থানের সময় ইরান ছেড়ে গিয়েছিল। কিন্তু তিন দিনের মাথায় ইঙ্গো- মার্কিন শক্তির মদদে সামরিক অভ্যুত্থান ঘটলে শাহ পুনরায় ইরানে ফিরে আসে। তখন দমন অভিযানের মাত্রা এত বৃদ্ধি পায় যে ইরানের মার্কিন আধিপত্যের পথ উন্মুক্ত হয় ।যায় আর শাহও ইরানসহ এ অঞ্চলে মূলত মার্কিন নীতি ও পরিকল্পনা বাস্তবায়নকারীর ভূমিকায় অবতীর্ণ হয়। এরকম এক পরিস্থিতিতে ইরানের জনগণ যখন স্বৈরাচারী শাহের পতন ও বিচারের দাবী করছিল এবং ইসলামী হুকুমাত কায়েমের জন্যে আন্দোলন করছিল,তখন শাহ উপায়ন্তর না দেখে পালিয়ে গিয়েছিল। শাহের পলায়নের ঘটনায় ইরানের জনগণ ভীষণ খুশি হয় এবং ইসলামী বিপ্লবও বিজয়ের দিকে এগিয়ে যায়। জনগণ ইরানের রাস্তায় রাস্তায় আনন্দ মিছিলর বের করে। এই ঘটনার কদিন আগে প্যারিসে নির্বাসিত জীবনযাপনকারী হযরত ইমাম খোমেনী (রহ:) এক বার্তায় বলেছিলেন-পদত্যাগ করা ছাড়া শুধু বিদেশে চলে গেলেই বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো পরিবর্তন আসবে না,তাই শাহ সরকারকে পুরোপুরি ক্ষমতাচ্যুত করতে হবে।
- ১৯২২ খৃষ্টাব্দের ১৫ ই জানুয়ারী নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭২ খৃষ্টাব্দের এ দিনে বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা কর হয়।
- ২০০৮ সালের এই দিনে বাংলাদেশের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা ও সেদেশের মৌলিক নাট্যকের প্রবক্তা অধ্যাপক সেলিম আল দীন নাটকীয়তার মধ্য দিয়েই মৃত্যুবরণ করেন। অসুস্থতার মাত্র চার দিনের মাথায় তিনি চিরবিদায় নেন।
- লন্ডনে ব্রিটিশ মিউজিয়াম উদ্বোধন (১৭৫৯)
- রবার্ট নাইটের সম্পাদনায় দি ইন্ডিয়ান স্টেটসম্যান প্রকাশিত (১৮৭৫)
- লন্ডন বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রথম ডিগ্রি লাভের সুযোগ (১৮৭৮)
- ইংল্যান্ডে প্রথম টেলিফোন ডায়েরি বই প্রকাশ (১৮৮০)
- জার্মান কমিউনিস্ট নেতা কার্ল লিয়েবনেখট ও রোজা লুক্সেমবার্গ প্রতি বিপ্লবীদের হাতে নিহত (১৯১৯)
- মাইকেল কলিন্সের নেতৃত্বে স্বাধীন আয়ারল্যান্ড প্রতিষ্ঠিত (১৯২২)
- বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার প্রাণহানি (১৯৩৪)
- নেতাজী সুভাষ চন্দ্র বসু নিখোজ (১৯৪১)
- লেসোথায় সামরিক অভ্যুখানে সরকার পতন (১৯৮৬)
- টঙ্গি ও পূবাইলের মাঝখানে ট্রেন দুর্ঘটনায় শতাধিক যাত্রী নিহত (১৯৮৯)
- ক্রোয়েশিয়াকে ইউরোপীয় কমিউনিটির স্বীকৃতি (১৯৯২)
- ইসরাইল ও ফিলিস্তিনের হেবরন চুক্তি স্বাক্ষর (১৯৯৭)
আকাশ নিউজ ডেস্ক 



















